Advertisement

World Cup 2023: পুজোয় ইডেনে ম্যাচ, 'দরকারে অন্য ভাবেও ভাববো,' পাকিস্তান টিমের নিরাপত্তা ইস্যুতে CP

কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে বিশ্বকাপ। উৎসবের মরশুমের মধ্যেও কলকাতা পেয়েছে ৫টি ম্যাচ। একদিকে বিশ্বকাপের মতো বড় ইভেন্ট, অন্যদিকে পুজো। একসঙ্গে দুই মেগা ইভেন্ট কি করা যাবে? এটা একটা বড় প্রশ্ন কলকাতাবাসীর মধ্যে। তবে আশ্বাস দিচ্ছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

ইডেন গার্ডেন্স ও পাকিস্তান দল
Aajtak Bangla
  • মোহালি,
  • 22 Sep 2023,
  • अपडेटेड 6:26 PM IST

কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে বিশ্বকাপ। উৎসবের মরশুমের মধ্যেও কলকাতা পেয়েছে ৫টি ম্যাচ। একদিকে বিশ্বকাপের মতো বড় ইভেন্ট, অন্যদিকে পুজো। একসঙ্গে দুই মেগা ইভেন্ট কি করা যাবে? এটা একটা বড় প্রশ্ন কলকাতাবাসীর মধ্যে। তবে আশ্বাস দিচ্ছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।


পুজোর সঙ্গে ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলোতে নিরাপত্তার বিষয়ে জিজ্ঞাসা করা হলে পুলিশ কমিশনার জানিয়েছেন, ‘আমরা নিশ্চিতভাবে ওয়ার্ল্ডকাপের ম্যাচ নিয়ে চিন্তাভাবনা করছি। ম্যাচগুলোকে ঘিরে যথাযথ পুলিশি ব্যবস্থা করা হবে। কলকাতা পুলিশ বাহিনী খুবই পেশাদার। আমরা আইনশৃঙ্খলা, ম্যাচ ম্যানেজমেন্ট, নিরাপত্তা সহ সমস্ত বিষয়গুলোর ওপরেই নজর রাখছি। এগুলো আমরা আগেও অনেক বছর ধরে সাফল্যের সঙ্গে সামলে আসছি। তাই এবারও আমরা একই রকমভাবে সবকিছুর আয়োজন করব। কোনরকম সমস্যা হবে না।‘ সিএবি ইতিমধ্যে কলকাতা পুলিশের সঙ্গে বৈঠক করে সবুজ সংকেত জোগাড় করে নিয়েছে।  এবার সেই ব্যাপারে নিশ্চয়তা দিলেন কলকাতা শহরের নগরপাল বিনীত গোয়েল। 


তবে উৎসবের মরশুমে ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের ব্যবস্থা হলেও আইএসএল ও এএফসি কাপের ম্যাচ আয়োজন করা সম্ভব নয় বলে আগেই জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী  অরূপ বিশ্বাস। ইতিমধ্যে সাংবাদিক  সম্মেলন করে জানিয়েছেন আই এস এল এর প্রথম ডার্বি হওয়ার কথা  ২৮ অক্টোবর।   তবে উৎসবের মরশুম হওয়ার দরুন মোহনবাগান সুপার জায়েন্ট এবং ইস্টবেঙ্গলকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে ওই সময় পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।  


সেই কারণে ওই দিন ম্যাচ হওয়া নিয়ে রীতিমত রয়েছে।  শোনা যাচ্ছে আইএসএলের প্রথম ডার্বির আয়োজক মোহনবাগান সুপার জায়ান্ট।  তাই ডার্বি হতে পারে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে।  পাশাপাশি ২৩ অক্টোবর এএফসি কাপে খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট। ওই ম্যাচেও পুলিশ নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন অরূপ বিশ্বাস।   এছাড়াও ২১ অর্থাৎ সপ্তমীর দিন আই এস এল মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এফসি এবং এফসি গোয়া।   ওই ম্যাচেও কোন রকম নিরাপত্তা ব্যবস্থা দেওয়া সম্ভব না বলে জানিয়ে দিয়েছিল ক্রীড়ামন্ত্রী।   

Advertisement


তিনটি ম্যাচই হওয়ার কথা রয়েছে যুবভারতীত ক্রীড়াঙ্গনে।  ওই সময় স্টেডিয়াম দেওয়া সম্ভব নয় বা স্টেডিয়ামে কোনরকম নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। এই ব্যাপারে নগরপাল সরাসরি কোনও উত্তর দেননি।  বলেছেন বিষয়টি তিনি ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আলোচনা করার পরেই বলতে পারবেন।
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement