Advertisement

IND vs AUS World Cup Final: কে জিতবে ট্রফি? ফাইনালের আগে ভাইরাল ক্রিকেটের নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী

IND vs AUS World Cup Final: কে বিশ্বকাপ ফাইনাল জিতবে? ভারত নাকি অস্ট্রেলিয়া। রবিবাসরীয় দুপুর জমতে চলেছে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে। আর শেষ পর্যন্ত ট্রফি ঘরে কে নিয়ে যাবে এই নিয়ে উত্তেজনার পারদ রীতিমতো তুঙ্গে। ইতিমধ্যেই আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভিড় বাড়তে শুরু করে দিয়েছে। ২২ গজের এই বিশ্বযুদ্ধে শেষ হাসি কে হাসবে তা নিয়ে সকলের মনের মধ্যেই চলছে উদ্বেগ।

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ক্রিকেট বিশ্বকাপ ২০২৩
Aajtak Bangla
  • দিল্লি,
  • 19 Nov 2023,
  • अपडेटेड 12:49 PM IST
  • কে বিশ্বকাপ ফাইনাল জিতবে? ভারত নাকি অস্ট্রেলিয়া। রবিবাসরীয় দুপুর জমতে চলেছে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে।

কে বিশ্বকাপ ফাইনাল জিতবে? ভারত নাকি অস্ট্রেলিয়া। রবিবাসরীয় দুপুর জমতে চলেছে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে। আর শেষ পর্যন্ত ট্রফি ঘরে কে নিয়ে যাবে এই নিয়ে উত্তেজনার পারদ রীতিমতো তুঙ্গে। ইতিমধ্যেই আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভিড় বাড়তে শুরু করে দিয়েছে। ২২ গজের এই বিশ্বযুদ্ধে শেষ হাসি কে হাসবে তা নিয়ে সকলের মনের মধ্যেই চলছে উদ্বেগ। প্রসঙ্গত, অস্ট্রেলিয়া এই নিয়ে আটবার ওয়ার্ল্ড কাপের ফাইনালে খেলছে। অপরদিকে ভারত চতুর্থবারের মতো বিশ্বকাপ জেতার লড়াইয়ে সামিল হয়েছে। আর এই ফাইনাল লড়াইয়ের আগে চর্চায় রয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার মাইক হেসন। তাঁর ভবিষ্যদ্বাণী এখন সুপার ভাইরাল। তিনি ম্যাচের আগেই বলে দিচ্ছেন কে কোন ম্যাচে কত রানে জিতবে।

প্রাক্তন ক্রিকেটারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন দারুণভাবে ভাইরাল। এই ভিডিও ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল লড়াই নিয়ে। তাঁকে ভারত-অস্ট্রেলিয়ার মুখোমুখি লড়াই নিয়ে ভবিষ্যৎবাণী করার জন্য বলা হয়। নিউজিল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার মাইক হেসন বলে বলে বিভিন্ন জিনিস মিলিয়ে দিচ্ছেন৷ ফলাফলের পর বোঝা যাচ্ছে তাঁর ভবিষ্যদ্বাণী ছেলেখেলা নয়। মজার ব্যাপার হল সবই এখন সত্যি বলে প্রমাণিত হয়েছে। মাইক ম্যাচের ভবিষ্যদ্বাণীতে বলেছিলেন, “ভারত খুবই শক্তিশালী দল।’’ তিনি আগেও জানিয়েছিলেন যে ভারত সেমিফাইনালে ৭০ রানে জিতবে, মহম্মদ শামি ৬ বা তার বেশি উইকেট নেবেন আর বিরাট শতরান করবেন। শুধু তাই নয়, মাইক এও জানিয়েছিলেন যে নিউজিল্যান্ডের ক্রিকেটার ড্যারেল মিচেল এই বিশ্বকাপে তাঁর ভালো প্রদর্শন করবেন। 

ভাইরাল ভিডিওতে ভারত প্রসঙ্গে মাইক এও বলেন, ভারত খুবই শক্তিশালী দল। আমি মনে করি দল প্রায় ৭০ রানে জিতবে। বিরাট কোহলির মতো একজন খেলোয়াড়ের কাছ থেকে আমরা হয়তো দুর্দান্ত ইনিংস দেখতে পাব। বিরাট তার ৫০তম সেঞ্চুরিও করতে পারেন। মহম্মদ শামি ৬ থেকে ৭ উইকেট নিতে পারেন। নিউজিল্যান্ডের হয়ে ভালো ইনিংস খেলতে পারেন ড্যারেল মিচেল। মাইকের সব ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণিত হয়েছে। 

Advertisement

আন্তর্জাতিক কেরিয়ারে নিজের ৫০তম শতরান করেন বিরাট কোহলি। দুর্দান্ত সেঞ্চুরি করেন ড্যারেল মিচেল। পাশাপাশি আগুন ঝরানো বোলার মহম্মদ শামিও নিয়েছেন ৭ উইকেট। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল ভারত ম্যাচ জিতেছে মাত্র ৭০ রানে। এটাও মাইক হেসন আগেই বলেছিলেন। এখানে উল্লেখ্য, মাইক হেসন ক্রিকেট জগতে একটি পরিচিত নাম। তিনি কেনিয়ার জাতীয় দলের কোচও হয়েছেন। তিনি নিউজিল্যান্ড ক্রিকেট দলের প্রধান কোচ ছিলেন। 

Read more!
Advertisement
Advertisement