Advertisement

WTC Point Table: দঃ আফ্রিকার বিরুদ্ধে হেরে শীর্ষস্থান হাতছাড়া, বহু ধাপ নিচে নামল ভারত

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট মাত্র তিনদিনেই শেষ হয়ে গিয়েছে। সেঞ্চুরিয়ানে এক ইনিংস ও ৩২ রানে হেরে সিরিজ জয়ের স্বপ্ন শেষ হয়ে গিয়েছে রোহিত শর্মাদের। শুধু তাই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও এর প্রভাব পড়েছে। শীর্ষ স্থান তো চলে গিয়েছেই, পাশাপাশি বাংলাদেশেরও পেছনে চলে গিয়েছে টিম ইন্ডিয়া।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Dec 2023,
  • अपडेटेड 2:38 PM IST
  • নেমে গেল ভারত
  • শীর্ষস্থান খোয়ালেন রোহিতরা

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট মাত্র তিনদিনেই শেষ হয়ে গিয়েছে। সেঞ্চুরিয়ানে এক ইনিংস ও ৩২ রানে হেরে সিরিজ জয়ের স্বপ্ন শেষ হয়ে গিয়েছে রোহিত শর্মাদের। শুধু তাই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও এর প্রভাব পড়েছে। শীর্ষ স্থান তো চলে গিয়েছেই, পাশাপাশি বাংলাদেশেরও পেছনে চলে গিয়েছে টিম ইন্ডিয়া।

গত দুই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে ফাইনালে পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। যদিও চ্যাম্পিয়ন হওয়া হয়নি রোহিতদের। এবারেও শুরুটা একেবারেই ভাল হল না তাদের। দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ানে পেস ও বাউন্সে ভারতীয় ব্যাটাররা যে সমস্যায় পড়বেন, সেটা একেবারেই প্রত্যাশিত ছিল। এর মধ্যে যদিও প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেন কেএল রাহুল। ১০১ রান করে আউট হন তিনি। বিরাট কোহলি বা শ্রেয়স আইয়াররা ভাল ব্যাটিং করলেও বড় রান করতে ব্যর্থ। ফলে প্রথম ইনিংসে ২৪৫ রানেই গুটিয়ে গিয়েছিল ভারতীয় দল। জবাবে ডিন এলগারের ১৮৫ রানের সৌজন্যে ৪০৮ রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। জবাবে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় মাত্র ১৩১ রানেই। বিরাট কোহলি ৭৬ রান করলেও ইনিংসে হার বাঁচাতে পারেননি। হারের ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু-ম্যাচের টেস্ট সিরিজে ০-১ পিছিয়ে পড়ল ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারত কখনও টেস্ট সিরিজ জেতেনি। এ বারও হল না।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিল

বড় ব্যবধানে হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ সাইকেলের পয়েন্ট টেবলে ১ থেকে ৬ নম্বরে নেমে গেল ভারত। অন্যদিকে জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই পর্ব শুরু করায় এক ধাক্কায় শীর্ষে উঠে এল দক্ষিণ আফ্রিকা। এমনকি বাংলাদেশও রয়েছে ভারতের উপরে। পাকিস্তান রয়েছে পাঁচ নম্বরে। তিন নম্বরে রয়েছে প্রথমরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। 

Advertisement

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট হিসেব হয় হার-জিতের শতাংশ দিয়ে। সেদিক থেকে, ভারতকে হারিয়ে ১০০ শতাংশ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান পেয়েছে ৪৫.৮৩ শতাংশ। নিউজিল্যান্ড ও বাংলাদেশ ৫০ শতাংশ করে পেলেও ভারতের সংগ্রহ ৪৪.৪৪। যদিও ভারতের নীচে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট ৪১.৬৭ শতাংশ।    

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement