Advertisement

কুস্তিগীরদের বিদ্রোহ, এবার পদ্মশ্রী ফেরালেন তারকা অ্যাথেলিট বজরং পুনিয়া

কুস্তি ফেডারেশনে প্রাক্তন প্রধান তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার গুরুতর অভিযোগ ওঠে। বিস্তর প্রতিবাদও হয়। শেষ পর্যন্ত ব্রিজভূষণকে সরিয়ে সঞ্জয় সিংকে কুস্তি ফেডারেশনের মাথায় বসানো হয়েছে। এই সঞ্জয় সিং হলেন ব্রিজভূষণের অত্যন্ত কাছের লোক।

বজরং পুনিয়া
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 22 Dec 2023,
  • अपडेटेड 6:10 PM IST

পদ্মশ্রী ফিরিয়ে দিলেন ভারতের তারকা কুস্তিগীর বজরং পুনিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে পদ্মশ্রী ফেরানোর কথা জানালেন বজরং। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (WFI)-এর প্রধান হিসেবে সঞ্জয় সিংয়ের নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন দেশের তারকা অ্যাথেলিট।

কুস্তি ফেডারেশনে প্রাক্তন প্রধান তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার গুরুতর অভিযোগ ওঠে। বিস্তর প্রতিবাদও হয়। শেষ পর্যন্ত ব্রিজভূষণকে সরিয়ে সঞ্জয় সিংকে কুস্তি ফেডারেশনের মাথায় বসানো হয়েছে। এই সঞ্জয় সিং হলেন ব্রিজভূষণের অত্যন্ত কাছের লোক।

বজরং পুনিয়া এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'আমি প্রধানমন্ত্রী পদ্মশ্রী ফিরিয়ে দিচ্ছি। আপনি নিশ্চয়ই বিভিন্ন কাজে ব্যস্ত, তবুও আপনাকে লিখতে বাধ্য হচ্ছি। কারণ দেশের কুস্তিগীরদের সঙ্গে এমন অনেক কিছু ঘটছে যার প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করা জরুরি। আপনি নিশ্চয়ই জানেন, এই বছরের জানুয়ারি মাস থেকে ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগিররা প্রতিবাদ শুরু করেন। আমিও সেই প্রতিবাদে যোগ দিয়েছিলাম। সরকার আমাদের কড়া পদক্ষেপের আশ্বাস দেওয়ায় আমরা প্রতিবাদ তুলে নিই। কিন্তু ৩ মাস কেটে গেলেও ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে কোনও এফআইআর করা হয়নি। আমরা এপ্রিলে আবার রাস্তায় নামি, যাতে দিল্লি পুলিশ অন্তত একটি এফআইআর দায়ের করে। গত জানুয়ারিতে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ১৯টি অভিযোগ ছিল। এপ্রিলে তা কমে ৭টি অভিযোগ হয়ে যায়। তার মানে ব্রিজভূষণ প্রভাব খাটিয়েছে।' 

প্রসঙ্গত, কুস্তি ফেডারেশনের নতুন সভাপতি সঞ্জয় সিং প্রাক্তন কমনওয়েলথ সোনাজয়ী অ্যাথেলিট অনিতা শিওরানকে ভোটে হারিয়ে চেয়ারম্যান হয়েছেন। এই ঘটনার পরেই অকালে অবসরের কথা ঘোষণা করেন দেশের আরেক তারকা কুস্তিগির সাক্ষী মালিক। অবসরের কথা ঘোষণা করার সময় কান্নায় ভেঙে পড়েন সাক্ষী। বস্তুত, এই সঞ্জয় সিং ব্রিজভূজনের অত্যন্ত কাছের ও স্নেহভাজন বলে দাবি।  

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement