Advertisement

Bengal Cricket Team: রঞ্জিতে বাংলা দলে ঋদ্ধিমান-শামি, ঝাড়খণ্ডের বিরুদ্ধেই মাঠে দুই মহারথী?

২২ জনের দলে ঋদ্ধিমান, শামী ছাড়াও রয়েছেন বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদার, শাহবাজ আহমেদ। আইপিএলের পরেই রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনালের লড়াই। ফলে আইপিএলে বিভিন্ন দলের হয়ে খেলা ক্রিকেটারদের পেতে সমস্যা হবে না বাংলার।

ঋদ্ধিমান সাহা ও মহম্মদ শামি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 May 2022,
  • अपडेटेड 1:55 PM IST
  • বাংলা দলে ফিরছেন দুই তারকা
  • GT-র হয়ে IPL-এ দারুণ খেলছেন দুইজনেই

রঞ্জি ট্রফি নকআউট পর্বের জন্য বাংলা দল ঘোষণা করা হল। বাংলা দলে রয়েছেন ঋদ্ধিমান সাহা এবং মহম্মদ সামি। সোমবার বাংলা দল ঘোষণা করেন নির্বাচকেরা। বৈঠকে উপস্থিত ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাসিশ গঙ্গোপাধ্যায়, যুগ্ম সচিব দেবব্রত দাস, বাংলা দলের কোচ অরুণ লাল এবং দলের অধিনায়ক অভিমুন্য ঈশ্বরণ। বৈঠকে উপস্থিত ছিলেন সিএবি ডিরেক্টর অফ ক্রিকেট জয়দীপ মুখোপাধ্যায়ও।

২২ জনের দলে ঋদ্ধিমান, শামী ছাড়াও রয়েছেন বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদার, শাহবাজ আহমেদ। আইপিএলের পরেই রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনালের লড়াই। ফলে আইপিএলে বিভিন্ন দলের হয়ে খেলা ক্রিকেটারদের পেতে সমস্যা হবে না বাংলার। আর সেই সুযোগটা কাজে লাগাতে চাইছে সিএবি। রঞ্জি ট্রফিতে শুরু থেকেই দারুণ পারফর্ম করেছেন বাংলা ক্রিকেটাররা। সেই ধারাবাহিকতায় বজায় রাখতে চাইছেন তারা। সেই কারণে দলের শক্তি আরও বাড়াতে ফর্মে থাকা ঋদ্ধিমানকে ফেরাতে চাইছেন তাঁরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন সিরিজে ভারতীয় দলের সুযোগ না পাওয়ার পরেই ক্ষোভে ফুঁসে উঠেছেন ঋদ্ধিমান। জানিয়েছিলেন তিনি রঞ্জি ট্রফিতে খেলবেন না। তবে গুজরাত টাইটানসের (Gujarat Titans) হয়ে এবারের আইপিএলে দারুন পারফর্ম করার ফের তাঁকে দলে নেওয়া হল।

বাংলা দলের বাকি ক্রিকেটাররা হলেন সুদীপ চট্টোপাধ্যায়, সায়ন শেখর মন্ডল, অভিষেক রমন, সুদীপ ঘরামি, ঋত্বিক চট্টোপাধ্যায়, করণ লাল, অভিষেক পোড়েল, ঈশান পোড়েল, নীলকন্ঠ দাস, প্রদীপ্ত প্রামানিক, ঋত্বিক রায় চৌধুরী, অঙ্কিত মিশ্র, মহম্মদ কাইফরা।

আরও পড়ুন: একে অপরকে জড়িয়ে ধরে কেঁদেছিলে হরভজন ও সাইমন্ডস, কবে?

আরও পড়ুন: পাকিস্তানি ক্রিকেটার কাইনাতের ক্রিকেট থিমে প্রিওয়েডিং ফটোশ্যুট, PHOTOS

কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে ৪ জুন থেকে। চারটি ম্যাচই বেঙ্গালুরুতে। ফাইনাল আর সেমিফাইনালও হবে বেঙ্গালুরুতেই। বাংলার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে নামছে ঝাড়খণ্ড। অপর কোয়ার্টার ফাইনালের মুম্বইয়ের মুখোমুখি উত্তরাখন্ড। কর্ণাটক খেলবে উত্তরপ্রদেশের বিরুদ্ধে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে পঞ্জাব ও মধ্যপ্রদেশও। বাংলা সেমিফাইনালে উঠলে পঞ্জাব অথবা মধ্যপ্রদেশের বিরুদ্ধেই খেলবে ১২ জুন থেকে শুরু হচ্ছে প্রথম সেমিফাইনাল। দ্বিতীয় সেমিফাইনাল ১৬ জুন থেকে। আর ফাইনাল ২০ জুন। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement