শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে জায়গা না পাওয়ার পর ঋদ্ধিমান সাহাকে নিয়ে বিতর্ক আরও গভীর হচ্ছে। টিম ইন্ডিয়াতে নির্বাচিত না হওয়ার পর হতাশ সাহা তার বক্তব্য রাখতে গিয়ে অনেক বিবৃতি দিয়েছেন, এই প্রসঙ্গে তিনি একজন সাংবাদিকের কথাও প্রকাশ করেছেন।
ঋদ্ধি নিজের ট্যুইটার অ্যাকাউন্টে একজন সাংবাদিকের সঙ্গে তাঁর কথোপকথনের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন, যেখানে সাংবাদিক সাক্ষাৎকার না দেওয়ার প্রসঙ্গে হুমকিমূলকভাবে কথা বলছেন। এই বিষয়টির গুরুত্ব বিচার করে ঋদ্ধিমান সাহাকে সাংবাদিকের নাম জানাতে বলেছে বোর্ড।
তবে ভারতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা সেই সাংবাদিকের নাম প্রকাশ করেননি। এর আগে সোমবার বোর্ড থেকে প্রাপ্ত তথ্যে বলা হয়, বোর্ড ঋদ্ধির কাছে ওই সাংবাদিকের তথ্য চাইতে পারে। সাহার সেই ট্যুইটের পরে, অনেক প্রাক্তন খেলোয়াড় সাহার সমর্থনে সুর চড়িয়েছেন এবং বোর্ডের সামনে ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছেন। এদিকে বোর্ডের নজরে বিষয়টি আসার পর এক ইংরেজি পত্রিকার সামনে নিজের বক্তব্য তুলে ধরেন ঋদ্ধিমান সাহা।
প্রাক্তন উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা সংবাদপত্রের সঙ্গে আলাপচারিতায় বলেছেন, 'আমি এখনই এ বিষয়ে কোনো তথ্য পাইনি, যদি তারা (বোর্ড) আমাকে ওই সাংবাদিকের নাম জিজ্ঞেস করে, তাহলে আমি তাদের বলব যে আমার উদ্দেশ্য কখনোই কারও কেরিয়ারকে প্রশ্নের মুখে ফেলে দেওয়া নয়। সেই কারণেই আমি ট্যুইটে তাঁর নামও যোগ করিনি। আমি শুধু উল্লেখ করতে চেয়েছিলাম যে মিডিয়াতে এমন একজন ব্যক্তি আছেন যিনি খেলোয়াড়দের ভরসাকেও অসম্মান করেন।'
টিম ম্যানেজমেন্টও এখন ৩৭ বছর বয়সী উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার জায়গায় একজন তরুণ খেলোয়াড়কে সুযোগ দিতে চায়। দীর্ঘ সময় ধরে ভারতীয় দলের জন্য রিজার্ভ উইকেটরক্ষকের ভূমিকা পালন করেছেন ঋদ্ধি। সাহার জায়গায় টিম ম্যানেজমেন্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে ঋষভ পন্ত ও শ্রীকর ভরতকে সুযোগ দিয়েছে। ভরতও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে সুযোগ পেয়েছিলেন যদিও তার টেস্ট অভিষেক এখনও বাকি।