তাড়াহুড়োর মধ্যে উল্টো প্যান্ট পরে মাঠে নেমে পড়লেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। যা দেখে হাসি চাপতে পারলেন না ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করতে নামার সময় এই কান্ড ঘটান ঋদ্ধিমান। দারুণ ৪৩ বলে ৮১ রানের ইনিংস খেলে আউট হওয়ার পর হয়ত কিছুটা অসুস্থ বোধ করতে থাকেন ঋদ্ধিমান।
তড়িঘড়ি নামতে হয় ঋদ্ধিমানকে
এরপর তাঁকে ফিল্ডিং করাতে দিতে চায়নি গুজরাত। তাঁর বদলে ইমপ্যাক্ট সাব হিসেবে তারা নামাতে চেয়েছিল শ্রীকর ভরতকে। তবে নিয়মের জন্য তা হয়নি। ভরতকে মাঠে নামাতে না পারার সঙ্গে সঙ্গে ঋদ্ধিমানকে মাঠে নামতে হয়। সেই সময় তাড়াহুড়োর মধ্যে উল্টো প্যান্ট পরেই মাঠে নেমে পড়তে দেখা যায় বাঙালি উইকেটকিপার ব্যাটারকে। মাঠে নামার পরে দেখা যায় যে, স্পনসরদের বিজ্ঞাপন রয়েছে তাঁর পিছন দিকে। অথচ সোজা প্যান্ট পড়লে স্পন্সরের নাম সামনের দিকে থাকার কথা। বিষয়টি সবার আগে নজরে আসে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার। ঋদ্ধিকে উল্টো প্যান্ট পরে মাঠে নামতে দেখে হেসেই খুন গুজরাত ক্যাপ্টেন।
২ ওভার কিপিং করে মাঠ ছাড়েন ঋদ্ধি
ঋদ্ধি অবশ্য এদিনের ম্যাচে বেশিক্ষণ ফিল্ডিং করেননি। তিনি ২ ওভার কিপিং করার পরেই ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন। তাঁর পরিবর্তে কিপিং করতে নামেন কেএস ভরত।
আরও পড়ুন: নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বাঙালির তাণ্ডব, ২২ বলে হাফসেঞ্চুরি ঋদ্ধিমান সাহার
রেকর্ড গড়লেন ঋদ্ধিমান
শুরুতে ব্যাট করতে নেমে ঋদ্ধি আইপিএলের ইতিহাসে গুজরাত টাইটানসের হয়ে দ্রুততম হাফ-সেঞ্চুরি করার রেকর্ড গড়ে ফেলেন। তিনি ভেঙে দেন বিজয় শঙ্করের কেকেআর-এর বিরুদ্ধে গড়া রেকর্ড। বিজয় শঙ্কর চলতি মরশুমেই কেকেআরের বিরুদ্ধে মাত্র ২১ বলে হাফ-সেঞ্চুরি করেন। এবার থেকে সেই রেকর্ড লেখা থাকবে ঋদ্ধির নামে। ঋদ্ধিমান এই ম্যাচে ৪৩ বলে ৮১ রানের মারকাটারি ইনিংস খেলে ডাগাউটে ফেরেন। তিনি ১০টি চার ও ৪টি ছক্কা মারেন। আর একটু সময় ক্রিজে কাটাতে পারলে শতরান হয়ে যেতে পারত ঋদ্ধির।