বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (World Test Championship) ফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত (Team India)। এই মুহূর্তে ৮ টি ম্যাচ খেলে ভারতের পয়েন্ট ৬২। পয়েন্টের বিচারে তারা রয়েছে অস্ট্রেলিয়ার পিছনেই। অস্ট্রেলিয়া ১০ টি ম্যাচ খেলে ৬৬ পয়েন্ট পেয়েছে। চলতি ইংল্যান্ড সিরিজে বেন স্টোকসের (Ben Stokes) ইংল্যান্ডকে (India VS England) ৩-১ হারিয়ে সিরিজ ইতিমধ্যেই জিতে নিয়েছে ভারত। পরবর্তী ম্যাচ নিছকই নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে এখন।
ঘরের মাঠে সিরিজ জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে রোহিতের ছেলেদের। এই সিরিজ থেকে ভারতের প্রাপ্তি যশস্বী জয়সওয়াল ও ধ্রুব জুরেল। জুরেল শেষ ম্যাচে দলকে ভরসা জোগান। আর জয়সওয়াল পুরো সিরিজ জুড়েই রয়েছেন দুরন্ত ছন্দে। তাঁর ব্যাট থেকে আসে একটি দ্বিশতরানও। ঘরের মাঠে সিরিজ জয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য যে তাদের আরও একধাপ এগিয়ে দিল সেটা বেশ পরিষ্কার। কিন্তু এইবার দলের প্রধান অস্ত্র বিরাট কোহলিকে ছাড়াই সিরিজ জিতে নেয় রোহিত বাহিনী।
নিউজিল্যান্ড পেয়েছে ৩৬ পয়েন্ট, পাকিস্তানের রয়েছে ২২ পয়েন্ট। গত দুই বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হেরেছিল টিম ইন্ডিয়া। প্রথমবারে হারায় কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড আর গত বছর অস্ট্রেলিয়া। যেখানে ভারত টেস্টে সবচেয়ে ধারাবাহিক দল হিসাবে নিজেদের প্রমাণ করেছে। গত ১০ বছর ভারতের মাটিতে কোনও প্রতিপক্ষ সিরিজ জেতেনি ভারতকে হারিয়ে। তবুও পরপর দু'বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারতে হয় তাদের। এবার কী ভাগ্য বদলাবে রোহিত-বিরাটদের? সেটা তো সময়ই বলে দেবে। যদিও এখনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তারিখ ঘোষণা করা হয়নি।
ইংল্যান্ড সিরিজের পর, ভারতীয় দল এই বছরের একেবারে শেষদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে। তবে সেই সিরিজ ভারতের মাটিতে নয় হবে অস্ট্রেলিয়ায়। তার আগে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় হবে টি২০ বিশ্বকাপ। সেই মেগা ইভেন্টের পরেই অস্ট্রেলিয়া সফরে যাবেন রোহিত শর্মারা।