Advertisement

IPL 2023: 'একটা চড় খাবে...' জেতালেও গিলের ইনিংস দেখে রেগে গেলেন প্রাক্তন ক্রিকেটার

বৃহস্পতিবার পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়ে ফের আইপিএল-এর জয়ের রাস্তায় ফিরেছে গুজরাত টাইটান্স। গুজরাতের হয়ে দুই উইকেট নিয়ে ম‍্যাচের সেরা হন মোহিত শর্মা। ব‍্যাট হাতে অর্ধশতরান করেন শুভমন গিল। ৬৭ রান করেন তিনি। গুজরাতের হয়ে সর্বোচ্চ রান করলেও, শুভমনের খেলায় খুশি নন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, গিল ব্যক্তিগত মাইলফলকের লক্ষ্যে ব্যাটিং করছিলেন। 

শুভমন গিল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Apr 2023,
  • अपडेटेड 7:02 AM IST

বৃহস্পতিবার পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়ে ফের আইপিএল-এর জয়ের রাস্তায় ফিরেছে গুজরাত টাইটান্স। গুজরাতের হয়ে দুই উইকেট নিয়ে ম‍্যাচের সেরা হন মোহিত শর্মা। ব‍্যাট হাতে অর্ধশতরান করেন শুভমন গিল। ৬৭ রান করেন তিনি। গুজরাতের হয়ে সর্বোচ্চ রান করলেও, শুভমনের খেলায় খুশি নন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, গিল ব্যক্তিগত মাইলফলকের লক্ষ্যে ব্যাটিং করছিলেন। 

শুভমনের ইনিংস নিয়ে সেহবাগ বলেন," ৪৯ বলে ও ৬৭ করেছে। তবে ফিফটি করতে কত বল নিয়েছে? ৪১-৪২ বল নিয়েছে হাফসেঞ্চুরি করতে। তারপর ৭-৮ বলে ১৭-১৮ রান করেছে। হাফসেঞ্চুরি করার পরেই ও রান তোলার গতি বাড়িয়েছিল। যদি সেটাও না ঘটত, তাহলে গুজরাতকে হয়ত শেষ ওভারে ৭ রানের বদলে ১৭ চেজ করতে হত।" 

এখানেই না থেমে সেহবাগ আরও বলেন,"আমাকে ফিফটি করতে দাও, তারপর আমি তোমাদের ম্যাচ জিতিয়ে দেব, এরকম ব্যাটিং মানসিকতা মোটেই ভাল নয়। এটা ক্রিকেট। যখনই তুমি নিজের ব্যক্তিগত কীর্তির কথা ভাববে, সেই সময়ে ক্রিকেটই তোমাকে থাপ্পড় মারবে। এরকম ভাবনাই ভুল। যদি ও ২০০ স্ট্রাইক রেটের আশেপাশে ব্যাটিং করত, তাহলে আরও তাড়াতাড়ি ফিফটি করতে পারত। দলের হয়েও অনেক ডেলিভারি বাঁচাতে পারত।"

জানা যাচ্ছে, মন্থরগতিতে বল করার জন্যে ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হচ্ছে হার্দিককে। প্রতিটি ম্যাচ যাতে ৩ ঘণ্টা ২০ মিনিটে শেষ হয় সেদিকে নজর দিচ্ছে বোর্ড। কিন্তু দেখা যাচ্ছে অনেক ম্যাচই নির্ধারিত সময় পেরিয়ে যাচ্ছে। ম‍্যাচ শেষ হতে সময় নিচ্ছে চার ঘন্টাও। প্রথম দিকে এ ব্যাপারে কিছু না বলা হলেও, কিন্তু প্রতি ম্যাচেই একই জিনিস হতে থাকায় কড়া হল বোর্ড। 

এই মন্থরগতিতে বল করার জন‍্য প্রথম জরিমানা করা হয়েছিল বেঙ্গালুরুর অধিনায়ক ফ‍্যাফ ডুপ্লেসিকেও। তারপর রাজস্থান রয়‍্যালস অধিনায়ক সঞ্জু স্যামসনকে জরিমানা করা হয়। আর এবার জরিমানা করা হল হার্দিককে। তবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে  ম্যাচে হারের পর দারুণ ভাবে ফিরে এসেছে গুজরাত। পঞ্জাবের বিরুদ্ধে তাদের এই জয় গতবারের চ্যাম্পিয়নদের আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করা হচ্ছে। 

Advertisement

শুরুতে ব্যাট করতে নেমেই সমস্যায় পড়ে পঞ্জাব। আট উইকেটে ১৫৩ রান তোলে পঞ্জাব কিংস। রান কম উঠলেও শেষ বল অবধি ম্যাচ জেতার জন্য অপেক্ষা করতে হয় গুজরাতকে। ৪৯ বলে ৪৭ রানের ইনিংস খেলেন শুভমন গিল। ভাল ব্যাট করেন ঋদ্ধিমান সাহাও। ১৯ বলে ৩০ রান করে আউট হন তিনি। ৪ উইকেট হারিয়ে ১৫৪ রান করে ফেলে গুজরাত। শেষ বলে ম্যাচ যেতে গতবারের চ্যাম্পিয়নরা। তবে ব্যাট করতে নেমে গুজরাতও খুব ভাল খেলতে পারেনি। গিল ভালো খেলতে না পারলে সমস্যায় পড়তে হত হার্দিক পান্ডিয়াদের।    

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement