Advertisement

Cricket: ক্রিকেট খেলার সময়ে বুকে বলের আঘাত, দিল্লিতে খেলতে গিয়ে মৃত কলকাতার যুবক

Cricket: পুলিশ জানিয়েছে, হাবিব কলকাতা থেকে ক্রিকেট খেলতে এসেছিলেন। স্কুলের মাঠে বন্ধুদের সঙ্গে ম্যাচ খেলছিলেন তিনি। ম্যাচ চলাকালীনই বল তাঁর বুকে লাগে। ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন তিনি। এরপর ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত যুবক মূলত কলকাতার বাসিন্দা।

ক্রিকেট খেলতে গিয়ে মৃত্যু। প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 20 Aug 2022,
  • अपडेटेड 7:35 AM IST
  • ক্রিকেট খেলার সময়ে বুকে বলের আঘাত
  • দিল্লিতে খেলতে গিয়ে মৃত কলকাতার যুবক
  • জানুন বিস্তারিত তথ্য

Cricket: দিল্লিতে ক্রিকেট খেলার সময়ে বল বুকে লেগে মৃত কলকাতার এক যুবক। এই ঘটনায় কোনও এফআইআর দায়ের হয়নি। নিহত যুবকের পরিবারের সদস্যদের জানানোর পর পুলিশ মামলার তদন্ত শুরু করেছে। ঘটনাটি ঘটেছে দিল্লির স্বরূপ নগর এলাকার একটি স্কুলের। ক্রিকেট খেলতে কলকাতা থেকে এসেছিলেন বছর ৩০-এর যুবক হাবিব মণ্ডল। অভিযোগ, সেই সময়েই তাঁর বুকে বল লেগে মৃত্যু হয়। 

খেলতে গিয়ে মৃত

পুলিশ জানিয়েছে, হাবিব কলকাতা থেকে ক্রিকেট খেলতে এসেছিলেন। স্কুলের মাঠে বন্ধুদের সঙ্গে ম্যাচ খেলছিলেন তিনি। ম্যাচ চলাকালীনই বল তাঁর বুকে লাগে। ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন তিনি। এরপর ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত যুবক মূলত কলকাতার বাসিন্দা। বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে দিল্লিতে এসেছিলেন। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও এফআইআর নথিভুক্ত করেনি পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। পুলিশ নিহত হাবিব মণ্ডলের পরিবারকে খবর দেওয়া হয়েছে। হাবিবের কোনও রোগ ছিল কি না, তাও জানার চেষ্টা করছে পুলিশ।

আগেও এমন হয়েছে

এমনই ঘটনা ঘটেছে এক ভারতীয় ক্রিকেট খেলোয়াড়ের সঙ্গেও। ১৯৯৮ সালে ২০ ফেব্রুয়ারি রমন লাম্বা বাংলাদেশের ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচে খেলছিলেন। স্পিনার সাইফুল্লাহ খানের বোলিংয়ের সময়ে অধিনায়কের নির্দেশে শর্ট লেগে ফিল্ডিং করতে এগিয়ে আসেন রমন লাম্বা। যখনই একজন ফিল্ডার এখানে দাঁড়ান, তিনি হেলমেট পরে গার্ড দেন। কিন্তু লাম্বা কোনও হেলমেট সেই সময়ে পরেননি। বল সোজা তাঁর মাথায় লাগে। কয়েকদিনের মধ্যে লাম্বার মৃত্যু হয়। 

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement