Advertisement

Yuzvendra Chahal On World Cup 2023: 'সরে গিয়েছে...' টানা ৩ বিশ্বকাপে সুযোগ না পেয়ে বিস্ফোরক চাহাল

এদিন এক সাক্ষাৎকারে চাহাল বলেন, 'এটা যেহেতু বিশ্বকাপ, তাই সেই দলে শুধুমাত্র ১৫ জন ক্রিকেটারই সুযোগ পেতে পারেন। সেই টিমে কখনও-ই ১৭ বা ১৮ জন ক্রিকেটারকে রাখা সম্ভব নয়। অবশ্যই আমার খারাপ লেগেছে। বিশ্বকাপের দলে জায়গা না পেয়ে খুবই খারাপ লেগেছে। তবে আমার জীবনের মূলমন্ত্রই হল, এগিয়ে যাওয়া। আসলে এই পরিস্থিতির সঙ্গে এখন আমি মানিয়ে নিয়েছি। এই নিয়ে তিনটি বিশ্বকাপ হয়ে গেল।' পরপর দু'টি টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে সুযোগ পাননি চাহাল। এবারের ওডিআই বিশ্বকাপের স্কোয়াডেও তাঁর জায়গা হল না। এতে রীতিমতো হতাশ তিনি। 

যুজবেন্দ্র চাহালযুজবেন্দ্র চাহাল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Oct 2023,
  • अपडेटेड 12:50 PM IST

মাত্র কয়েকদিন, তারপরই ভারতে শুরু হচ্ছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ইতিমধ্যেই প্রস্তুতি ম্যাচ খেলতে শুরু করে দিয়েছে প্রতিটি দল। ভারতের মাটিতে বিশ্বকাপ হওয়ায় কাপ জয়ের দাবিবার টিম ইন্ডিয়া। প্রস্তুতিতে ব্যস্ত রোহিত শর্মার দল। একেবারে শেষ মুহূর্তে চোটের কারণে দল থেকে ছিটকে যান অক্ষর প্যাটেল। দলে জায়গা করে নেন রবিচন্দ্রন অশ্বিন। বিশ্বকাপের দলে সুযোগ হয়নি যুজবেন্দ্র চাহালের। এর আগে এশিয়া কাপের ঠিক পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের দলেও জায়গা পাননি চাহাল। আর এবার বিশ্বকাপের দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন তিনি। এদিন এক সাক্ষাৎকারে নিজের হতাশা আর লুকিয়ে রাখতে পারেননি এই স্পিনার। 

এদিন এক সাক্ষাৎকারে চাহাল বলেন, 'এটা যেহেতু বিশ্বকাপ, তাই সেই দলে শুধুমাত্র ১৫ জন ক্রিকেটারই সুযোগ পেতে পারেন। সেই টিমে কখনও-ই ১৭ বা ১৮ জন ক্রিকেটারকে রাখা সম্ভব নয়। অবশ্যই আমার খারাপ লেগেছে। বিশ্বকাপের দলে জায়গা না পেয়ে খুবই খারাপ লেগেছে। তবে আমার জীবনের মূলমন্ত্রই হল, এগিয়ে যাওয়া। আসলে এই পরিস্থিতির সঙ্গে এখন আমি মানিয়ে নিয়েছি। এই নিয়ে তিনটি বিশ্বকাপ হয়ে গেল।' পরপর দু'টি টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে সুযোগ পাননি চাহাল। এবারের ওডিআই বিশ্বকাপের স্কোয়াডেও তাঁর জায়গা হল না। এতে রীতিমতো হতাশ তিনি। 

এদিকে কুলদীপ যাদব এবং রবিচন্দ্রন অশ্বিনকে দলে নেওয়ায় বাদ পড়তে হয়েছে চাহালকে। এই নিয়ে তিনি বলেন,"আমি সেই অর্থে খুব বেশি এসব নিয়ে ভাবি না। কারণ আমি জানি যদি আমি ভালো পারফরম্যান্স করি, তবে আমি খেলব। কেউ না কেউ শেষ পর্যন্ত ভবিষ্যতে আপনাকে প্রতিস্থাপন করবেই। সেই সময় একদিন আসবেই।" 

এরপরই তিনি আরও বলেন," আমি এই ভাবে চ্যালেঞ্জটি গ্রহণ করি। অবশ্যই ওরা ভালো করছে এবং আমি এর জন্য ওদের প্রশংসা করব। মূল লক্ষ্য হল, ভারতের জয় পাওয়াটা। কারণ এটি কোনও ব্যক্তিগত খেলা নয়। আমি দলের অংশ হই বা না হই, ওরা আমার ভাইয়ের মতো। আমি চ্যালেঞ্জটি পছন্দ করি। আমাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে, যাতে আমি দলে ফিরতে পারি।"
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement