ফেব্রুয়ারিতে চিনের রাজধানী অনুষ্ঠিত হতে যাওয়া শীতকালীন অলিম্পিক গেমসের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছ তিব্বতি সংগঠনগুলো। লাগাতার বিক্ষোভ করেছে তিব্বতিরা। দার্জিলিং রিজিওনাল তিবেতিয়ান ওম্যান কংগগ্রেস ও দার্জিলিং তিবেতিয়ান ইউথ কংগ্রেসের বক্তব্য, চিন তিব্বতে তাদের নৃশংসতা অব্যাহত রেখেছে, যা সেখানে বসবাসকারী তিব্বতিদের ক্ষতি করছে। সেখানে মানবিক মূল্যবোধ লঙ্ঘিত হচ্ছে। চিনের মনোভাব জনকল্যাণের নয়। এমতাবস্থায় চিনে এ ধরনের অনুষ্ঠান হওয়া উচিত নয়। চিন সবসময় মানুষের অনুভূতি ও সংবেদন নিয়ে খেলেছে। তারা এই ওলিম্পিক বয়কটের ডাক দিয়েছে।