খেলা দেখতে এসে স্টেডিয়ামে দর্শকরা গলা ফাটান তাদের দলের জন্য। সঙ্গে থাকে খাওয়া দাওয়া। আর সেই সব খাওয়ার পর প্যাকেটগুলো ফেলে দেয় স্টেডিয়ামের মধ্যেই। জাপানের সমর্থকরা তাই করেন। কিন্তু পার্থক্য আছে। খেলা শেষে তারা পুরো স্টেডিয়ামের আবর্জনা পরিষ্কার করে তবেই মাঠ ছাড়েন। আগের বার বিশ্বকাপেও এরকম ছবি দেখা গেছিল। এবার জার্মানিকে হারানোর পর, তারা তাদের কর্তব্য ভোলেনি। স্টেডিয়াম পরিষ্কার করার পরই তারা জয়ের আনন্দে মাতেন।