বিশ্বকাপের(FIFA Wotld Cup 2022) দ্বিতীয় দিনে প্রথম ম্যাচ খেলতে নামছে ইংল্যান্ড ও ইরান (England vs Iran)। এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের দল নিয়ে আশায় রয়েছেন ফুটবলপ্রেমীরা। তবে খেলা শুরু হওয়ার আগেই আশঙ্কা রয়েছে ইংল্যান্ড শিবিরে। ইরান ম্যাচের আগেই গ্রেপ্তার হতে পারেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন (Harry Kane)।