বিশ্বকাপের সেমি ফাইনালে একাধিক রেকর্ড গড়ে ফেললেন লিওনেল মেসি । ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করে বাতিস্তুতাকে পেছনে ফেললেন মেসি। বিশ্বকাপের মঞ্চে ১১টি গোল হয়ে গেল তাঁর। কাতার বিশ্বকাপে লিওনেল মেসি দারুণ ছন্দে রয়েছেন। পাঁচ ম্যাচে চারটি গোল হয়ে গিয়েছে তাঁর। সৌদি আরব, মেক্সিকো, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করেছেন মেসি। ২০০৬, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গোল করেছেন আর্জেন্টিনার অধিনায়ক।