ব্রাজিল (Brazil), জার্মানি (Germany) ও ইটালি (Italy) মোট ১৩ বার বিশ্বকাপ জিতেছে। মোট আটবার রানার্স হয়েছে তারা। যদিও মজার ব্যাপার হল, এবারের বিশ্বকাপে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি ইটালি।