বিশ্বকাপ ফুটবলে এখন মজে আছে সারা বিশ্ব। আর অবশ্যই মেতে আছে বাঙালি। বাঙালির কাছে সব খেলার সেরা ফুটবল। যদিও ভারত বিশ্বকাপে এখনও পর্যন্ত কোনও জায়গা করতে পারেনি। কিন্তু তাতে কিছু যায় আসে না হুজুগে বাঙালির। পছন্দের দলকে সাপোর্ট করেই চলছে রাত জেগে খেলা দেখা। কিন্তু তারপর দিনই তো আছে অফিস। কাঁচা ঘুম নিয়েই চলছে কাজ। কিন্তু কীভাবে চলছে সেই কাজ । আপনারাই দেখুন।