বিশ্বকাপ সেমিফাইনালে নিশ্চিত হয়ে গেছে চার দল। চার দল হল, ক্রোয়েশিয়া, আর্জেন্টিনা, মরোক্কো ও ফ্লান্স। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ক্রোয়েশিয়া ও আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারিয়েছে ক্রোয়েশিয়া। অন্য দিকে নেদারল্যান্ডসকেও টাইব্রেকারে হারিয়েছে আর্জেন্টিনা। আগামী মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিটে খেলতে নামবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। কাতারের লুসাইল স্টেডিয়ামে হবে খেলা।