হ্যারি কেনের পেনাল্টি মিস বিশ্বকাপের লড়াই থেকে ছিটকে দিয়েছে ইংল্যান্ডকে। ফ্রান্সের রিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে পেনাল্টি পেয়ে গিয়েছিল ইংল্যান্ড। তখনও ২-১ গোলে এগিয়ে ফ্রান্স। ম্যাচের শেষ মুহূর্তে সমতা ফেরানোর সুযোগ এসে গিয়েছিল ইংল্যান্ড অধিনায়কের কাছে। তবে তিনি মিস করায়, সমতা ফেরাতে পারেনি গ্যারেথ সাউথগেটের দল। পেনাল্টি নিতে গিয়ে কেনের শট বাইরে চলে যায়। এ নিয়েই এবার ট্রোলড হচ্ছেন রাগবি প্লেয়ার জনি উইলকিনসন। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি কেনকে পেনাল্টি মারা শিখিয়ে দিচ্ছেন। তবে সেই শট গোলের মধ্যে থাকেনি। বার উঁচিয়ে চলে যায় বাইরে। আসলে রাগবিতে গোল পোস্ট অনেক লম্বা হয়। তাই উঁচু করে শট মারাই অভ্যাস রাগবি খেলোয়াড়দের। সেটাই কেনকে শেখতে গিয়েছিলেন। আর তার জেরেই ট্রোলড হতে হল কিংবদন্তি রাগরি প্লেয়ারকে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও একই রকম শট মারেন কেন। শেষ হয়ে যায় ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের স্বপ্ন।