'রবিবার সকাল ১১টায় এআইএফএফ-এর সেক্রেটারি এবং প্রেসিডেন্টের সঙ্গে আইএফএ-র সব কর্মকর্তাদের বসার কথা রয়েছে। সেইখানে বাংলার ফুটবলের উন্নতি নিয়ে কথা হবে।' শুক্রবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে এমনটাই জানালেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তিনি আরও বলেন, 'আইএফএ শিল্ড নিয়ে আমাদের কথাবার্তা চলছে। কিভাবে হবে এবং কার সাথে হবে, সেই বিষয়ে এখনই মন্তব্য করা সম্ভব নয়।'