প্রণতি নায়েক ( Pranati Nayek)! বাংলা ও ভারতের একমাত্র জিমন্যাস্ট হিসাবে( Indian Athletes at Tokyo Olympics) টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করেছেন। ঠিক আজ থেকে কিছু মাস আগেই সেটা নিশ্চিত হয়েছিল। আর সেটা নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে মেদিনীপুরের পিংলার বাড়িতে শুরু হয়েছিল উৎসব। যে কোনও অ্যাথলিটের জন্য অলিম্পিকটাই (Tokyo Olympics) অন্যতম সেরা জায়গা। এবার সেখানেই লড়াইয়ে নামতে চলেছে অ্যার্টিস্টিক জিমন্যাস্ট প্রণতি নায়েক। খুশি তাঁর পরিবারও। তাঁর মাও একশো শতাংশ আত্মবিশ্বাসী যে মেয়ে দেশের হয়ে জিতবেন স্বর্ণ পদক ( Gold Medal)। দেখুন ভিডিয়ো।