SIR শুনানিতে হাজিরা দিলেন ভারতীয় দলের স্পিডস্টার মহম্মদ শামি। সূচি মোতাবেক যাদবপুরের কাটজুনগরের স্বর্ণময়ী বিদ্যাপীঠে যান শামি। সেখানে শুনানি প্রক্রিয়ায় অংশ নেন। তিনি বলেন, 'SIR এর জন্য ফের ডাকলে আসব। আমরা দেশের নাগরিক। এটা আমাদের অধিকার।'