জেদ ছেড়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতের পাকিস্তানে যাওয়া উচিত বলে মনে করেন আরজেডি নেতা তথা বিহার বিধানসভার দলনেতা তেজস্বী যাদব। তাঁর কথায়, 'খেলাধুলোর সঙ্গে রাজনীতি জড়ানো উচিত নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি বিরিয়ানি খেতে পাকিস্তানে যেতে পারেন, তাহলে খেলার জন্য ভারতীয় দলের পাক মুলুকে যাওয়ার ক্ষেত্রে আপত্তি কীসের?' তেজস্বীর এমন মন্তব্য নিয়ে রীতিমতো বিতর্কের ঝড় উঠেছে। বিজেপি নেতারা পাল্টা বলেছেন, সংখ্যালঘু ও পাকিস্তান প্রেম তেজস্বী যাদবদের রাষ্ট্র-রস্ত্রে। তাই পাকিস্তানে ভারতীয় দলের খেলতে যাওয়া নিয়ে উনি আপত্তির কিছু দেখেন না।