পদবির জন্যই ভারতীয় দলে জায়গা হচ্ছে না সরফরাজ খানের। বুধবার এমন দাবি করলেন কংগ্রেস নেত্রী শামা মহম্মদ। তাঁর সুরে কার্যত সুর মিলিয়েছেন বিরোধী নেতানেত্রীরা। এআইএমআইএম নেতা ওয়ারিস পাঠানের মন্তব্য, ইন্ডিয়া এ-র হয়েও কেন সরফরাজ কেন খেলছেন না? ওঁর ভালো গড় থাকা সত্ত্বেও কেন দলে সুযোগ দেওয়া হচ্ছে না? গোটা দেশ প্রশ্ন করছে। লোকে তো বলবেই, নাম দেখেই কি নির্বাচন করা হল না? তার পাল্টা মহসিন রাজা ফোনে জানান,'মহম্মদ সিরাজ, শামিরা খেলছেন। ওরা তামাশা করছে। এই ধরনের কথা বলে নোংরা রাজনীতি করছেন'।