ক্রিকেট ব্যাট উইলো কাঠে তৈরি হওয়াই দস্তুর। কিন্তু ত্রিপুরায় নেওয়া হল অভিনব উদ্যোগ। ত্রিপুরার সংস্থা 'Babmboo and Cane Development' এবার তৈরি করছে বাঁশের ব্যাট ও উইকেট। সংস্থা জানাচ্ছে, ব্যাট তৈরির সমস্ত রকম নিয়ম মেনেই বাঁশের ব্যাট তৈরি করা হচ্ছে।