টিম ইন্ডিয়ার (Team India) তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) স্ত্রী ধনশ্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা গুঞ্জন। ধনশ্রী তাঁর প্রোফাইল থেকে 'চাহাল' পদবি তুলে নেওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়। নেটিজেনরা মনে করছেন, চাহালের সঙ্গে সম্পর্ক ভাল নেই ধনশ্রীর। তবে এই জল্পনা নিয়ে এবার মুখ খুললেন যুজবেন্দ্র চাহাল। তিনি বার্তা দেন এই সমস্ত জল্পনায় কান না দেওয়ার জন্য।