Bihar Assembly Election 2025: সমান সমান। কেউ একটা বেশিও নয়, একটা কমও নয়। বিহার নির্বাচনের আগে এভাবেই আসন ভাগাভাগি করল NDA জোট। BJP ও JDU, দুই দলই ১০১টি করে আসনে বিধানসভায় লড়বে।
শনিবার দিল্লিতে দীর্ঘ বৈঠকে বসে দুই দল। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজনৈতিক মহলের মতে, এই সমবন্টন বেশ তাৎপর্যপূর্ণ। অবশেষে বিহারে ‘বড়ে ভাই-ছোটে ভাই’ তত্ত্বের অবসান ঘটল।
অন্যদিকে চিরাগ পাসওয়ানের LJP(রামবিলাস) ২৯টি আসন পেয়েছে। উপেন্দ্র কুশওয়াহার দল RLM লড়বে ৬টি আসনে। জিতনরাম মাঁঝির হিন্দুস্তানি আওয়াম মোর্চা (HAM)কেও ৬টি আসন দেওয়া হয়েছে।
তবে এই সমান আসন ভাগাভাগি নিয়ে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। এতদিন পর্যন্ত বিহারে জেডিইউ কে সবাই ঠাট্টা করে এনডিএর ‘বড়ে ভাই’(দাদা) বলত। সেখানে বিজেপি ‘ছোটে ভাই’। কিন্তু এইবার দুই দলেরই সমান সমান, ১০১টি করে আসন ভাগ হয়েছে। বিহার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল অবশ্য এর আগেই এই সমবন্টনের ইঙ্গিত দিয়েছিলেন। বড়ে ভাই, ছোটে ভাই তত্ত্ব যে ঘুচতে চলেছে, তা আগেই বলেছিলেন।
অন্যদিকে হিন্দুস্তানি আওয়াম মোর্চা (HAM) ৬টি আসন নিয়ে কী ভাবছে? এই বিষয়ে জিতনরাম মাঁঝি বলেন, 'লোকসভা নির্বাচনে আমরা একটিমাত্র আসন পেয়েছিলাম। তখনও অসন্তুষ্ট হইনি। এবার ৬টি আসন পেয়েছি। এটা নেতৃত্বের সিদ্ধান্ত। আমরা সেটাই মেনে নিচ্ছি।' তিনি আরও বলেন, 'চিরাগকে ২৯টি আসন দেওয়াই হোক বা অন্য কোনও দলকে আরও বেশি, এগুলি সবই কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত। আমাদের কোনও অভিযোগ নেই।'
বিহারের রাজনৈতিক মহলের মতে, এই সমান আসন বন্টনের মাধ্যমে বিজেপি ও জেডিইউর সম্পর্কে ভারসাম্য আসছে। আগামী নির্বাচনে দুই দলই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে বলেই মনে করা হচ্ছে। অন্য়দিকে ছোট দলগুলির জন্য নির্দিষ্ট আসন সংখ্যা বেঁধে দেওয়ার অর্থ এই যে, এনডিএতে দুই বড় দলের ভিত আরও মজবুত করা হচ্ছে।
ফলে একথা বলাই যায় যে, মোটামুটি সৌহার্দ্যপূর্ণভাবেই এনডিএ এর আসন ভাগাভাগি হল। এবার ভোটযুদ্ধে এই সমীকরণের কী ফলাফল বের হয়, সেটাই দেখার।