BJP দলটা হিন্দুদের নিয়ে একটু বেশিভাবে। মুসলিমদের নিয়ে ভাবে না। এই অভিযোগ বহু সময় সামনে এসেছে। এবার ভোটের BJPর প্রথম সারির এক নেতা সেই হিন্দু মুসলিম নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন। যেকোনও ভোটে সংখ্যালঘুদের একটা ভূমিকা থাকে। এবার এই BJP বলছেন নমক হারাম মুসলিমদের ভোট চাই না। ভাবতে পারছেন, প্রকাশ্য মঞ্চে কথা বলতে বলতে তিনি মুসলিমদের নমক হারাম বলছেন। আর ভোটের মুখে তিনি বলছেন তিনি মুসলিমদের ভোট চান না। এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনীতি নতুন করে উত্তপ্ত হল।