Advertisement

রাজ্য

Nyara Pora: ন্যাড়া পোড়া ও বসন্ত বরণ উৎসবের আয়োজন রানাঘাটে, দেখুন PHOTOS

বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়
  • নদিয়া,
  • 27 Mar 2021,
  • Updated 9:55 PM IST
  • 1/12

"আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরিবোল "...। সনাতন ধর্মের একটি অত্যন্ত তাৎপর্য পূর্ণ অনুষ্ঠান এই ন্যাড়া পোড়া।
 

  • 2/12

মূলত দোল উৎসবের আগের দিন অর্থাৎ হিন্দু পঞ্জিকা অনুযায়ী ফাল্গুনী পূর্ণিমা তিথিতে পালিত হয় এই রীতি। 

  • 3/12

দশের ডাকে গ্রামবাংলার লুপ্তপ্রায় ন্যাড়া পোড়া ও বসন্ত বরণ উৎসবের আয়োজন করলো রানাঘাট ১০ নম্বর ওয়ার্ড।

  • 4/12

শনিবার সন্ধ্যায় রানাঘাট অবকাশ পার্কে আয়োজন করা হয় ন্যাড়া পোড়া। আয়োজিত হল বসন্ত বরণ উৎসবও।

  • 5/12

একে অপরকে বিভিন্ন রঙে রাঙিয়ে দিয়ে এদিন বসন্ত উৎসবকে আপন করে নেয় আপামর রানাঘাটবাসী।

  • 6/12

এদিনের এই উৎসবে রানাঘাট পৌরসভার মুখ্য প্রশাসক কোশলদেব বন্দ্যোপাধ্যায়, এই নেরা পোড়ার সূচনা করেন।

  • 7/12

সেই সঙ্গে আতশবাজি জ্বালিয়েও চলে উৎসব।

  • 8/12

এই ধর্মীয় অনুষ্ঠানের নেপথ্যে রয়েছে দুষ্টের দমন ও শিষ্টের পালনের এক কাহিনী।

  • 9/12

প্রাচীন পৌরাণিক কাহিনী সূত্রে জানা যায়, পুরাকালে মহর্ষি কাশ্যপের পুত্র হিরণ্যকষিপুর ভগবান ব্রহ্মার উপাসনা করেন। সাধারণ মানুষকে দেবতার উপাসনা বন্ধ করে বলপূর্বক তার উপাসনা করতে বাধ্য করেছিল। 

  • 10/12

বৈষ্ণবীয় তথ্যে অনুযায়ী বসন্ত পূর্ণিমার প্রাক মুহূর্তে ভগবান বিষ্ণু কষী নামক এক অত্যাচারী দৈত্যকে বধ করেছিলেন। অর্থাৎ এখানেও  অশুভ শক্তির দমনের ইঙ্গিত পাওয়া যায় । সুতরাং ন্যাড়া পোড়া অনুষ্ঠানটির অর্থ অশুভ শক্তির দমন ।
 

  • 11/12

 অপর দিকে বাস্তবের দৃষ্টিকোণ থেকে এই অনুষ্ঠানটির একটি সামাজিক তাৎপর্য রয়েছে । দোল একটি ঋতু চক্রের উৎসব । অর্থাৎ বসন্ত হল গাছের শুষ্ক পাতা ঝরার একটি বিশেষ সময়। অন্যদিকে বৈশাখের শুরুতে গাছে নতুন পাতা গজায়। 

  • 12/12

অর্থাৎ এই সময় গাছের শুকনো ডাল , ঝরা  পাতা , বাকল প্রভৃতি জ্বালিয়ে দিয়ে পুরাতনের বিদায় দিয়ে জরাজীর্ণ তার অবসান ঘটানো হয় । যাকে রবীন্দ্রনাথের ভাষায় বলা যায় " জীর্ণ পুরাতন যাক ভেঙ্গে  যাক , যাক ভেঙে যাক , যাক ভেঙে যাক । " এটাই হল ন্যাড়া পোড়ার তাৎপর্য। 
 

Advertisement
Advertisement