Advertisement

রাজ্য

'ভাতা নয়, ক্ষতিপূরণ চাই', সিঙ্গুরে কৃষক ধরনায় শুভেন্দু-দিলীপরা

ভোলা নাথ সাহা
ভোলা নাথ সাহা
  • সিঙ্গুর,
  • 14 Dec 2021,
  • Updated 2:49 PM IST
  • 1/11

সিঙ্গুরে শুরু হয়ে গেল BJP-র কিষান মোর্চার ধরনা কর্মসূচি। মঙ্গলবার থেকে সিঙ্গুরে তিনদিনের ধরনা কর্মসূচির ডাক দিয়েছিল রাজ্য BJP। 
 

  • 2/11

যা নিয়ে সোমবার পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের তরফে দাবি করা হয়, ধরনার অনুমতি চেয়ে তাদের কাছে কোনও আবেদন দেননি দিলীপ ঘোষরা। 

  • 3/11

যদিও রাতে সিঙ্গুর থানায় বিজেপির তরফে ওই আবেদপত্র জমা দেওয়া হয়। 

  • 4/11

এদিন বেলা একটা থেকে সিঙ্গুরে ধরনা কর্মসূচি শুরু করে BJP-র কিষান মোর্চা। সেখানে গিয়ে পরিস্থিতি দেখে আসেন দলের নেতা দিলীপ ঘোষ। 

  • 5/11

এখন ঘটনাস্থলে রয়েছেন সায়ন্তন বসু, সুকান্ত মজুমদাররা। জানা গিয়েছে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই ধরনায় সামিল হয়েছেন।

  • 6/11

এছাড়াও সিঙ্গুর ও পাশ্ববর্তী এলাকা থেকে মিছিল করে সেখানে এসে হাজির হচ্ছেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা। 

  • 7/11

কেন এই ধরনা ? রাজ্য BJP-নেতৃত্বের দাবি, কৃষক স্বার্থকে সামনে রেখেই এই ধরনার ডাক দিয়েছেন তাঁরা। অতিবৃষ্টি ও বন্যার কারণে বাংলার কৃষকদের অসহনীয় অবস্থা। 
 

  • 8/11

চাষিদের অবস্থা খারাপ। অথচ রাজ্য সরকার সেই দিকে কোনও নজরই দিচ্ছে না। সেই কারণে এই ধরনার কর্মসূচি। 
 

  • 9/11

ধরনার সামিল এক কৃষক বলেন, 'আমাদের ৫০০ টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। সেই ভাতা আমরা চাই না। আমরা ক্ষতিপূরণ চাই। রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে কারখানা তাড়িয়েছেন। তাই আমরা চাই বিকল্প কর্মসংস্থান করা হোক। 

  • 10/11

ধনিয়াখালির ওই কৃষক আরও বলেন, 'মুখ্যমন্ত্রী বলেছেন কাশফুলের বালিশ বানাতে। সিঙ্গুরে অনেক কাশফুল আছে। উনি বালিশ তৈরির কারখানা করে দিন। তাহলেও তো হয়। শুধু মুখে বলে দিলেই হল না।' 

  • 11/11

 প্রসঙ্গত, বাম শাসিত বাংলায় এই সিঙ্গুরকে হাতিয়ার করেই তৃণমূল রাজ্যে ক্ষমতায় এসেছিল। এবার সেই একই অস্ত্র নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নেমেছে বিজেপি। 

Advertisement
Advertisement