
২৫ ডিসেম্বরের পরের দিনও ফুল প্যাকড দিঘা। একেবারে ১ জানুয়ারি পর্যন্ত দিঘা জমজমাট থাকার আশা করছেন হোটেল মালিকরা। দিঘা থেকে আসা নানা ভিডিও-তে দেখা যাচ্ছে সমুদ্র সৈকত থেকে শুরু করে, দিঘার রাস্তা যেন জনজোয়ারে পূর্ণ। এরইমধ্যে দিঘায় হোটেলের ভাড়া কত রয়েছে? খোঁজ নিল bangla.aajtak.in
দিঘায় এসি ও নন এসি রুমের ভাড়া কত?
দিঘা-শংকরপুর হোটেলিয়ার'স অ্যাসোশিয়নের সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী জানান, "হোটেলের ভাড়া রয়েছে অন্য সময়ের মতোই। সিঙ্গেল বেড নন-এসি রুমের ভাড়া রয়েছে ১০০০- ১২০০ টাকা ও সিঙ্গেল বেড এসি রুমের ভাড়া রয়েছে ১৫০০ টাকা থেকে শুরু।"
বিপ্রদাস চক্রবর্তী জানান, তাঁদের সংগঠনের আওতায় এখন ওল্ড দিঘা ও শংকরপুর মিলে মোট ২২০টি হোটেল রয়েছে। অন্যদিকে সূত্রের দাবি, নিউ দিঘাতে হোটেলের রেট রয়েছে আরও বেশি। ১৫০০ টাকা থেকে শুরু হচ্ছে সিঙ্গেল রুম নন-এসির ভাড়া। এসি রুমের ভাড়া ২৫০০ থেকে শুরু। তবে সেখানেও হোটেল পাওয়া এখন সহজসাধ্য নয়।
দিঘায় ভিড় সামলাতেও সক্রিয় পুলিশ প্রশাসন
স্থানীয় সূত্রের দাবি, গত এক- দু' দিনে দিঘায় প্রায় ৫০ হাজার থেকে ১ লক্ষ পর্যটক এসেছেন। এই ব্যাপক ভিড় সামলাতে মোতায়েন রয়েছে পুলিশের একাধিক টিম। স্পেশাল উইমেন্স টিম ছাড়াও, একাধিক মোবাইল ভ্যান ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া, জারি করা হয়েছে হেল্প লাইনও। 7047989800 - এই হেল্প লাইনে ফোন করে যে কোনও বিপদে পুলিশের কাছ থেকে সাহায্য পেতে পারেন পর্যটকেরা।
এছাড়াও, অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস সাংবাদিকদের জানিয়েছেন ৩০ ও ৩১ ডিসেম্বর দিঘার প্রবেশদ্বার দিয়ে কোনও টোটো ঢুকতে পারবে না। পর্যটকবাহী বাস ও অন্যান্য যানবাহন বাইপাস পথ ব্যবহার করবে।