Advertisement

Heavy Rain Alert: পুজোর বাজার মাটি করবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত, কোন কোন জেলায় সতর্কতা?

দুর্গাপুজোর আর এক মাসও বাকি নেই। ষষ্ঠী ২০ অক্টোবর। তার আগে কেনাকাটার ভিড় জমছে বাজারে বাজারে। এর মধ্যেই দফায় দফায় বৃষ্টিবাদল সমস্যায় ফেলছে দোকানিদের। তবে এখনই নিস্তার মিলছে না।

West Bengal Weather Update। পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট। West Bengal Weather Update। পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট।
শুভঙ্কর মিত্র
  • কলকাতা ,
  • 22 Sep 2023,
  • अपडेटेड 3:10 PM IST
  • দুর্গাপুজোর আর এক মাসও বাকি নেই।
  • ষষ্ঠী ২০ অক্টোবর।

আগেই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। হয়েছেও তেমনটাই। শুক্রবার ভোর থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার দিনভর কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। ঘটনা হল, গত দুদিন ধরেই দফায় দফায় বৃষ্টি হয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকায়। আরও ক'দিন চলবে বৃষ্টি? 

শুক্রবার সকালে স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায়। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। তা ঝাড়খণ্ড থেকে সরে যাচ্ছে বিহারের দিকে। বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে একটি মৌসুমি অক্ষরেখা। সে কারণে রাজ্যে বৃষ্টি হচ্ছে। 

দুর্গাপুজোর আর এক মাসও বাকি নেই। ষষ্ঠী ২০ অক্টোবর। তার আগে কেনাকাটার ভিড় জমছে বাজারে বাজারে। এর মধ্যেই দফায় দফায় বৃষ্টিবাদল সমস্যায় ফেলছে দোকানিদের। তবে এখনই নিস্তার মিলছে না। অন্তত আবহাওয়া দফতরের তেমনটাই পূর্বাভাস। তারা জানিয়েছে, শুক্র এবং শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত চলবে বৃষ্টিপাত। ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম ও মুর্শিদাবাদে। 

আরও পড়ুন

বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, দুই দিনাজপুর, মালদহে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Read more!
Advertisement
Advertisement