Advertisement

School Student Ran Over At Siliguri: সরস্বতী পুজোর চাঁদা তুলতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট স্কুল পড়ুয়া, মৃত্যু

School Student Ran Over At Siliguri: সরস্বতী পুজোর চাঁদা তুলতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক স্কুল পড়ুয়ার। মৃত পড়ুয়ার নাম সূর্য গির। খড়িবাড়ি হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র সে। দুর্ঘটনার পরই স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ শুরু করে।

সরস্বতী পুজোর চাঁদা তুলতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট স্কুল পড়ুয়া, মৃত্যুসরস্বতী পুজোর চাঁদা তুলতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট স্কুল পড়ুয়া, মৃত্যু
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 16 Jan 2025,
  • अपडेटेड 6:59 PM IST

School Student Ran Over At Siliguri: শিলিগুড়িতে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল এক স্কুল পড়ুয়া। গুরুতর জখম আরও এক পড়ুয়া। শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির ঘটনা। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।  ঘটনায় ঘাতক ট্রাকটি বাজেয়াপ্ত করা হলেও চালক পলাতক। চালকের খোঁজ শুরু করেছে পুলিশ।

সরস্বতী পুজোর চাঁদা তুলতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক স্কুল পড়ুয়ার। মৃত পড়ুয়ার নাম সূর্য গির। খড়িবাড়ি হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র সে। দুর্ঘটনার পরই স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়িবাড়ি থানার পুলিশ ও খড়িবাড়ি পঞ্চায়েত প্রধান। স্থানীয়দের অভিযোগ, গাড়ির গতি নিয়ন্ত্রণে পুলিশের কোনও হুঁশ নেই। ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি রাস্তায় স্পীড ব্রেকার লাগানোর দাবি তুলেছেন তাঁরা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে খড়িবাড়ি-ভালুকগাড়া রাজ্য সড়ক দিয়ে বিহার থেকে খড়িবাড়ির দিকে আসছিল একটি ট্রাক। সেই সময় রাস্তায় দাঁড়িয়ে সরস্বতী পুজোর চাঁদা তুলছিল এলাকার কিছু যুবক। স্থানীয়রা জানান, চাঁদা তোলার জন্য ট্রাকটিকে আটকানোর চেষ্টা করে ওই যুবকরা। কিন্তু দ্রুত গতির ট্রাকটিকে দাঁড় করাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই সময় যুবকদের সঙ্গে থাকা ওই পড়ুয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়। আরও একজন কোনওক্রমে প্রাণে বাঁচে।

আরও পড়ুন

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় ঘাতক ট্রাকটি বাজেয়াপ্ত করা হলেও চালক পলাতক। চালকের খোঁজ শুরু করেছে পুলিশ।

 

Read more!
Advertisement
Advertisement