Sealdah Line Trains: শিয়ালদহ লাইনের যাত্রীদের জন্য বড় খবর। দমদম জংশন স্টেশনে আপ মেন লাইনে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ হবে। আর সেই কারণে শনিবার (১৫.০৭.২৩) রাত সাড়ে ৯টা থেকে লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে। টানা ১২ ঘণ্টার জন্য রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এরপর রবিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত (১৬.০৭.২০২৩) এই লাইনে ট্রেন চলাচল করবে না। এই কারণে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।
শিয়ালদহ লাইনের এই রুটগুলিতে এমনিতেই ট্রেন বেশ কম। কিছু স্থান থেকে অনেকটা সময় অন্তর ট্রেন চলে। তাই এই বিষয়ে আগেভাগেই ঘোষণা করেছে রেল। শুধু তাই নয়, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে শনিবার রাত সাড়ে ৯টা থেকে কাজ শুরু হচ্ছে। এরপর রবিবার ছুটির দিন। তাই সেইদিন অফিসযাত্রীদের ভিড় কিছুটা কম হয়। তাই সেদিন সকাল সাড়ে ৯টা পর্যন্ত কাজ চলবে।
ফলে শনিবার রাতে শিয়ালদহ লাইন থেকে দমদম মারফত যাতায়াত করতে হলে তা সাড়ে ন'টার মধ্যে সারুন। আবার রবিবার সকালেও সকাল সাড়ে ন'টা পর্যন্ত বেশ কিছু ট্রেন পাবেন না। যাত্রীদের সুবিধার জন্য বাতিল ট্রেনের তালিকা প্রকাশ করেছে রেল।
এক নজরে সেই তালিকা দেখে নিন:
শনিবার, ১৫.০৭.২০২৩-এ বাতিল হওয়া ট্রেনগুলি হল-
শিয়ালদহ থেকে: 33857,33861,32247
বনগাঁ থেকে: 33854, 33858
ডানকুনি থেকে: 32250
রবিবার ১৬.০৭.২০২৩-এ বাতিল হওয়া ট্রেনের তালিকা-
শিয়ালদহ থেকে: 33815, 33819, 33821,33651, 33653, 33511, 33515, 32213, 32217, 32221, 33613, 33431
বনগাঁ থেকে: 33816, 33820, 33822
হাবরা থেকে: 33652, 33654
হাসনাবাদ থেকে: 33512, 33516
ডানকুনি থেকে: 32214, 32218, 32222
দত্তপুকুর থেকে: 33612, 33616
বারাসত থেকে: 33432
এছাড়াও, এনিতে 33357 বারাসত-দত্তপুকুর লোকাল বারাসাত থেকে সকাল ৭.০২-এ রওনা দেয়। কিন্তু লাইনে কাজ চলছে বলে তার পরিবর্তে রবিবার (১৬.০৭.২০২৩) সকালে ৮.১০-এ ছাড়বে।
রেলের শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যাত্রীদের সমস্যার জন্য ক্ষমাপ্রার্থনা করেছে রেল।