Advertisement

বীরভূমে ১ লক্ষ ৭০ হাজার নাম বাদ, অনুব্রত কী বলছেন?

খসড়া তালিকায় দেখা গিয়েছে, রাজ্যজুড়ে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। এরমধ্যে বীরভূম জেলায় বাদ গিয়েছে প্রায় ১ লক্ষ ৭০ হাজার ভোটারের নাম।

SIR-কে পাত্তা দিতে রাজি নন বীরভূমে তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলSIR-কে পাত্তা দিতে রাজি নন বীরভূমে তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল
বিশাল দাস
  • সিউড়ি,
  • 17 Dec 2025,
  • अपडेटेड 5:23 PM IST
  • মঙ্গলবারই SIR-এর খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
  • খসড়া তালিকায় দেখা গিয়েছে, রাজ্যজুড়ে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে।
  • এই বিষয়টিকে পাত্তা দিতে রাজি নন বীরভূমে তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল।

মঙ্গলবারই SIR-এর খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তালিকায় দেখা গিয়েছে, রাজ্যজুড়ে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। এরমধ্যে বীরভূম জেলায় বাদ গিয়েছে প্রায় ১ লক্ষ ৭০ হাজার ভোটারের নাম। কিন্তু এই বিষয়টিকে পাত্তা দিতে রাজি নন বীরভূমে তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। 

SIR-এ বীরভূমে কোনও প্রভাব পড়বে না। এমনই দাবি করলেন বীরভূমের এই তৃণমূল নেতা। তিনি জোর গলায় বলেছেন, SIR ভোটে কোনও প্রভাব ফেলতে পারবে না। আর তা নিয়েই প্রশ্ন দানা বেঁধেছে। তাহলে তলায় তলায় কী TMC-র প্ল্যান তৈরি?

হাতে তালিকা নিয়ে অনুব্রত জানান, বীরভূম জেলায় প্রায় ১ লক্ষ ৭০ হাজার ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। তাঁর দাবি, "বীরভূমের প্রতিটি পুরসভার প্রায় সব ওয়ার্ডেই কমবেশি মৃত ভোটারদের নাম বাদ গিয়েছে। যেসব নাম বাদ পড়েছে, তার অধিকাংশই আগেও বিভিন্ন কারণে ভোটার তালিকা থেকে বাদ ছিল। এই সংশোধনের ফলে আসন্ন নির্বাচনে বীরভূম জেলায় কোনওরকম প্রভাব পড়বে না।"

উল্লেখ্য,  SIR এর খসড়া তালিকা থেকে রাজ্যজুড়ে নাম বাদ গিয়েছে মোট ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের। মোট বাদ পড়া নামের মধ্যে ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ জন মৃত ভোটারের নাম বাদ গিয়েছে। পাশাপাশি নিখোঁজ ভোটারের সংখ্যা রয়েছে ১২ লক্ষ ২০ হাজার ৩৮ জন। অন্য রাজ্য বা দেশে চলে গিয়েছেন এমন ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জনের নাম ছেঁটে ফেলেছে কমিশন। পাশাপাশি ডুপ্লিকেট বা ফলস্ ভোটার হিসেবে নাম কাটা গিয়েছে ১ লক্ষ ৩৮ হাজার ৩২৮ জনের। এছাড়াও, অন্যান্য কারণে নাম বাদ গিয়েছে ৫৭ হাজার ৬০৪ জনের। সব মিলিয়ে মোট নাম বাতিল হয়েছে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের।

যদিও এখনও SIR-এর প্রক্রিয়া চলছে। কোন কোন ভোটারের নাম শেষ পর্যন্ত নির্বাচনী তালিকায় থাকছে তা জানার জন্য অপেক্ষা করতে হবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। কারণ ওইদিনই ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করবে ইলেকশন কমিশন।

Advertisement
Read more!
Advertisement
Advertisement