
রবিবার পুলিশের পরীক্ষায় জালিয়াতি করা হয়েছে বলে অভিযোগ তুলে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরীক্ষায় রাজ্যের বেকার যুবকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে ক্ষোভ উগরে দিলেন তিনি।
এদিন সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু অধিকারী বলেন, "এই সরকার চাকরি দেওয়ার সরকার নয়। পরীক্ষায় চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।" পাশাপাশি বিস্ফোরক অভিযোগ করে তিনি বলেন, "পরীক্ষায় ওএমআর শিটে সিরিয়াল নম্বর দেওয়া হয়নি। কার্বন কপিও দেওয়া হয়নি। এর অর্থ হল পরে চাকরি নিয়ে নয়ছয় করা হবে। অন্য লোকদের চাকরি পাইয়ে দেওয়া হবে।"
এ প্রসঙ্গে পরীক্ষার্থীদের আশ্বাস দিয়ে তিনি বলেন, "এই সরকার যুবকদের স্বপ্ন ভাঙার কাজ করছে। প্রতারণার শিকার হওয়া যুবকেরা চাইলে আন্দোলনের রাস্তায় হাঁটতে পারেন। চাইলে তাঁরা আইনি লড়াইতেও নামতে পারেন। এই বিষয়ে বিজেপির যুব মোর্চা তাঁদের পাশে থাকবে।"
পাশাপাশি বিজেপি নেতার প্রতিশ্রুতি, "রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে চাকরি নিয়ে হওয়া সব দুর্নীতির যথাযোগ্য তদন্ত হবে। নেতা মন্ত্রী, সরকারি আধিকারিক- যে এই কাজে যুক্ত থাকুক না কেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
প্রসঙ্গত, রবিবার পরীক্ষার পরেও পুলিশের পরীক্ষা নিয়ে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "ফর্ম বিক্রি করে টাকা তোলা হচ্ছে। পুলিশের পরীক্ষা হচ্ছে, একটাও চাকরি হবে না। সবাইকে পরীক্ষায় বসিয়ে রেখে গাজর ঝুলিয়ে দিল। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মৌখিক পরীক্ষা হবে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোট ঘোষণা হবে। আর নিয়োগ হবে না।"
যদিও নির্বাচন কমিশনের তরফে এখনও নির্বাচন কবে হবে, তা নিয়ে কোনও বক্তব্য প্রকাশ করা হয়নি। তার আগেই আভাস দিয়ে রাখলেন শুভেন্দু অধিকারী।