Advertisement

Abhishek Banerjee On New Parliament Building: সংসদ ভবন তৈরির ১৫০০ কোটি টাকা বাংলার মানুষকে দিতে পারতেন: অভিষেক

১৫০০ কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন নির্মিত হয়েছে বলে দাবি করেন অভিষেক। তাঁর কথায়,'১৫০০ কোটি টাকা খরচ করে সংসদ ভবন করেছেন। অথচ সংসদে বিরোধীদের বলতেই দেওয়া হয় না।'

অভিষেকের নিশানায় মোদী।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 May 2023,
  • अपडेटेड 7:58 PM IST
  • অভিষেকের নিশানায় মোদী সরকার।
  • নতুন সংসদ ভবন নির্মাণ নিয়ে তুললেন প্রশ্ন।

নতুন সংসদ ভবন সাধারণ মানুষের কোনও কাজে লাগবে না। সেই টাকায় গরিব মানুষ বাড়ি পেত। রবিবার মোদী সরকারকে নিশানা করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ধর্মগুরুদের নিয়ে সংসদের দ্বারোদঘাটনকেও নিশানা করেছেন। তাঁর কথায়,ধর্মগুরুদের সংসদে কি প্রয়োজন? আপনি রাম মন্দিরের উদ্বোধনে ডাকতে পারেন। তাঁরা তো সাংসদ নন।এরা আরও একবার ক্ষমতায় আসলে সংবিধান পাল্টে দেবে। তার আগে মানুষ পাল্টে দেবে। রাষ্ট্রপতি আমন্ত্রিত নন। সাধুসন্ন্যাসীরা আমন্ত্রিত। কারণ রাষ্ট্রপতিকে ঢাল করে ভোট পাবেন না। সাধুসন্তদের ঢাল করে ভোট পেতে হচ্ছে।  

এ দিন সাংবাদিকদের অভিষেক বলেন,'ভারতের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়নি। সেখানে পণ্ডিত, ধর্মগুরুদের আমন্ত্রণ জানানো হল। সংসদে কোনও বিরোধী নেই। হালকা টিজার দিলেন আগামী দিনে কীভাবে ভারত চালাতে চান। গণতন্ত্রকে এক নায়কতন্ত্রে পরিণত করতে চান। দেশের নাম উজ্জ্বল করেছেন যে মহিলা কুস্তিগীররা তাঁদের টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর আপনি সংসদ ভবন উদ্বোধন করছেন। নারী সুরক্ষা নেই কথা বলার অধিকার। প্রধানমন্ত্রীর পা মাটিতে পড়ে না।'

১৫০০ কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন নির্মিত হয়েছে বলে দাবি করেন অভিষেক। তাঁর কথায়,'১৫০০ কোটি টাকা খরচ করে সংসদ ভবন করেছেন। অথচ সংসদে বিরোধীদের বলতেই দেওয়া হয় না। ২০ হাজার কোটি খরচ করে সেন্ট্রাল ভিস্তা করছেন। মানুষের ছাদের টাকা বন্ধ। দেড় লাখ টাকা দিতে আপনার অসুবিধা হয়! বাংলার ১১ লক্ষ ৩৫ হাজার মানুষের বাড়ি দরকার। সেই টাকা বন্ধ করে রেখেছেন। নিজের দৃষ্টিভঙ্গি পাল্টালে এই দুর্দশা দেশের হত না। এই টাকাটা খরচ করা হলে ১২০০ টাকার গ্যাস ৭০০-৮০০ টাকায় নেমে আসত।'

বাংলায় একশো দিন ও পাকা বাড়ির প্রকল্পের টাকা কেন্দ্র আটকে রেখেছে বলে মনে করিয়ে দিয়েছেন অভিষেক। তিনি বলেন,'আপনি ১৫০০ কোটি টাকা বাংলার মানুষকে দিতেন। ২০ হাজার কোটি কাটা অপচয় না করলে কমপক্ষে ৫০ লক্ষ লোক বাড়ি পেত। রোটি-কপড়া-মকানের রাজনীতি হওয়া উচিত।' 
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement