Advertisement

Hawrah Kidney Sell And Elope Case: স্বামীর কিডনি বিক্রি করে ১০ লাখ টাকা নিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে পালালো স্ত্রী, হাওড়ায় হইচই

Hawrah Kidney Sell And Elope Case: অভিযোগ, ওই মহিলা প্রথমে তাঁর স্বামীকে কিডনি বিক্রি করতে রাজি করায়, যাতে সংসারের আর্থিক অবস্থার উন্নতি করা যায়। স্বামী যখন তাঁর কথায় রাজি হয়ে ১০ লাখ টাকায় কিডনি বিক্রি করেন, তখন সেই স্ত্রী প্রেমিকের সঙ্গে পালিয়ে যান! এরপর আর ঘরে ফেরেননি। পুরো ঘটনাটি সামনে আসতেই থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

স্বামীর কিডনি বিক্রি করে ১০ লাখ টাকা নিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে পালালো স্ত্রী, হাওড়ায় হইচইস্বামীর কিডনি বিক্রি করে ১০ লাখ টাকা নিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে পালালো স্ত্রী, হাওড়ায় হইচই
Aajtak Bangla
  • হাওড়া,
  • 03 Feb 2025,
  • अपडेटेड 12:30 AM IST

Hawrah Kidney Sell And Elope Case: আর্থিক অনটনের কথা বলে স্বামীকে কিডনি বিক্রি করতে উৎসাহ দেয় স্ত্রী। প্রথমে রাজি না হলেও আর্থিক দুরাবস্থা কাটাতে শেষমেষ রাজি হয় স্বামী। এরপরই কাহিনীতে টুইস্ট। টাকা হাতে পেতেই স্বামীকে প্রতারিত করে বয়ফ্রেন্ডের সঙ্গে পালালেন স্ত্রী। চাঞ্চল্যকর এমন ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের হাওড়ায়। 

অভিযোগ, ওই মহিলা প্রথমে তাঁর স্বামীকে কিডনি বিক্রি করতে রাজি করায়, যাতে সংসারের আর্থিক অবস্থার উন্নতি করা যায়। স্বামী যখন তাঁর কথায় রাজি হয়ে ১০ লাখ টাকায় কিডনি বিক্রি করেন, তখন সেই স্ত্রী প্রেমিকের সঙ্গে পালিয়ে যান! এরপর আর ঘরে ফেরেননি। পুরো ঘটনাটি সামনে আসতেই থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

এক বছর ধরে স্বামীকে চাপ দিচ্ছিলেন স্ত্রী
সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, গত এক বছর ধরে ওই ব্যক্তি তাঁর স্ত্রীর চাপের মুখে ছিলেন। স্ত্রী তাঁকে বোঝাতে থাকেন যে কিডনি বিক্রি করলে সংসারের অভাব ঘুচবে এবং তাঁদের ১২ বছরের মেয়েকে ভালো স্কুলে ভর্তি করানো যাবে। শেষমেশ স্বামী রাজি হন এবং স্ত্রীই একজন ক্রেতার সঙ্গে ১০ লাখ টাকার বিনিময়ে চুক্তি করেন। গত মাসে অস্ত্রোপচার হয় এবং কিডনি বিক্রির পর বাড়ি ফেরেন ওই ব্যক্তি।

আরও পড়ুন

টাকা হাতিয়ে স্বামীকে একা রেখে পালায় স্ত্রী
অস্ত্রোপচারের পর স্ত্রী স্বামীকে বলেন বিশ্রাম নিতে এবং বাইরে বেশি না বেরোতে, যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন। কিন্তু কয়েকদিন পর আচমকাই স্ত্রী উধাও হয়ে যান। স্বামী যখন খুঁজতে শুরু করেন, তখন দেখতে পান যে ঘরের আলমারিতে রাখা ১০ লাখ টাকা সহ আরও কিছু নগদ অর্থ নেই!

ফেসবুকে আলাপ, প্রেমিকের সঙ্গে কলকাতায় উঠেছেন মহিলা
পরিবার ও পরিচিতদের সাহায্যে খোঁজ নিয়ে স্বামী জানতে পারেন, স্ত্রী কলকাতার ব্যারাকপুর এলাকায় এক ব্যক্তির সঙ্গে বসবাস করছেন। অভিযোগ, গত এক বছর ধরে ফেসবুকে পরিচয়ের পর প্রেমে জড়ান ওই নারী এবং শেষমেশ স্বামীকে ছেড়ে পালিয়ে যান।

Advertisement

স্বামীর মুখোমুখি হতে অস্বীকার, উল্টে হুমকি স্ত্রীর!
যখন স্বামী তাঁর বৃদ্ধা মা ও ১২ বছরের মেয়েকে সঙ্গে নিয়ে স্ত্রীকে ফিরিয়ে আনতে যান, তখন তিনি ঘর থেকে বেরোতেই চাননি! উল্টে তাঁর প্রেমিক জানিয়ে দেন যে ওই নারী শীঘ্রই স্বামীকে তালাক দেবেন এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনবেন!

স্ত্রীর দাবি: ‘আমি কেবল নিজের সঞ্চয় নিয়ে বেরিয়েছি’
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে স্ত্রী পাল্টা দাবি করেছেন যে তিনি স্বামীর কোনও টাকা নেননি, বরং নিজের সঞ্চয় নিয়ে বাড়ি ছেড়েছেন। তবে পুলিশের কাছে স্বামীর পরিবারের অভিযোগ গ্রহণ করা হয়েছে, এবং শীঘ্রই অভিযুক্ত নারী ও তাঁর প্রেমিককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। এই ঘটনায় আসল সত্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Read more!
Advertisement
Advertisement