বয়সের বেশ খানিকটা পার্থক্য থাকা সত্ত্বেও পুরুষ ও মহিলার মধ্যে বিয়ের খবর মাঝেমধ্যেই পাওয়া যায়। তবে এবার এমন এক খবর পাওয়া গেল, যা আপনাকে চমকে দিতে পারে। ৩৫ বছর বয়সি তরুণীকে বিয়ে করেছিলেন ৭৫ বছর বয়সি বৃদ্ধ। নিঃসঙ্গ জীবনে সঙ্গ পেতে চেয়েছিলেন। কিন্তু পরিকল্পনা অনুযায়ী হল না কিছুই। বিয়ের পরের দিন সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বৃদ্ধ। বলতে গেলে নতুন বিয়ে করা স্ত্রীর সঙ্গে এক রাতের বেশি কাটাতেই পারলেন না। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের জৌনপুর জেলার কুছমুছ গ্রামে। বৃদ্ধের নাম সঙ্গরু রাম। বছর খানেক আগে তাঁর পত্নী বিয়োগ ঘটে। নিঃসন্তান চিলেন তিনি। ফলে স্ত্রীর মৃত্যুর পর তিনি একেবারেই একা হয়ে পড়েন। চাষবাস করে দিন কাটাতেন। কিন্তু একা থাকতে ভাল লাগত না। তাই আরও একবার বিয়ে করার সিদ্ধান্ত নেন।