অ্যাম্বুলেন্স চেয়েও মেলেনি। শেষমেশ কিছু না পেয়ে অসুস্থ মাকে ভ্যানে শুইয়ে এবং তার স্ত্রীকে গাড়িতে করে বাড়ি নিয়ে এলেন বৃদ্ধ ছেলে। আর সেই ভিডিও সামনে আসনে আসতেই স্বাস্থব্যবস্থার পিরষেবা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এক ঝলকে দেখুন সে ভিডিও।