Bihar র Katihar র একটি সরকারি হাসপাতাল থেকে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। যেখানে দেখা গেছে একজন ডাক্তার এক মহিলা রোগীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন। ঘটনাটি CCTV Camera য় ধরা পড়েছে। ঘটনার ভিডিওটি Social Media য় Viral। Video তে দেখা যাচ্ছে যে ডাক্তার চিৎকার করছেন এবং রোগীকে হুমকি দিচ্ছেন যে যদি তিনি চুপ করে না থাকেন তবে তাঁকে জুতো দিয়ে মারবেন।