রাস্তাঘাটে বেরোলে হামেশাই দেখা যায় পানের পিক কিংবা গুটখার পিকে ভরে গিয়েছে সর্বত্র। শহর থেকে শহরতলী সর্বত্র প্রায় একই ছবি। ব্রিজ থেকে শুরু করে সরকারি সম্পত্তি,যত্রতত্র গুটকার পিক ফেলার হাত থেকে কোনও জায়গাই নিস্তার পায় না। খরচা করে সরকারের তৈরি করে দেওয়া সুন্দর জায়গা গুটখার পিক ফেলে নষ্ট করে দিচ্ছে। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। Bihar র ঝাঁ চকচকে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গুটখার পিকে লালে লাল করে দেওয়া হয়েছে। আর সেই ভিডিও Social Media য় পোস্ট করতেই Viral। তবে বলে রাখি স্টেডিয়ামের ম্যানেজমেন্ট এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বলে দাবি করেছে।