তিনি কথা দিয়েছিলেন পুর পঞ্চায়েত ভোটে বিরোধী শিবির জিতে সগেলে তিনি তাঁর সাধের গোঁফ কামিয়ে ফেলবেন। সেই মতো শনিবার, ১৩ ডিসেম্বর সকালে ভোট গণনায় বামপন্থী Left Democratic Front (LDF)-হার নিশ্চিত হতেই একটি স্থানীয় সেলুনে চলে যান। এরপর নিজের সাধের গোঁফটি কামিয়ে ফেলেন। আমরা যার কথা হলছি তাঁর নাম বাবু ভার্গিস। তিনি Kerala র একজন LDF কর্মী।