29 বছর ধরে কোনও খোঁজ নেই। আর তাই পরিবারের সকলেই ধরে নিয়েছিলেন | তিনি আর বেঁচে নেই। মৃত বলেই ধরে নিয়েছিল পরিবার। কিন্তু SIR লাগু হতেই SIR-এর নথি নিতে 29 বছর পরে স্বশরীরে হাজির উত্তরপ্রদেশে হাজির বৃদ্ধ। আর তা ঘিরেই চাঞ্চল্য ছড়িয়া পড়ে এলাকায়।