মুমূর্ষু রোগী। লিভার ট্রান্সপ্লান্ট না করলে প্রাণে বাঁচানো যাবে না। হাসপাতালের বেডে শুয়ে কার্যত শেষের দিন গুণছিলেন। কিন্ত হঠাথই খবর আসে একজন ডোনর পাওয়া গিয়েছে। দুর্ঘটনায় মৃত ওই রোগীর শরীরের লিভার বসানো হবে মুমূর্ষু রোগীর শরীরে। কিন্তু সন্ধ্যায় অফিস টাইমে ট্রাফিকের যা অবস্থা, তাতে সময়মতো হাসপাতালে পৌঁছনে কী করে লিভার? কারণ একবার যদি জ্যামে ফেঁসে যাওয়া যায় তাহলে আর কোনও কাজেই আসবে না প্রতিস্থাপিত হতে চলা লিভারটি। তাই ওই লিভার নিয়ে দ্রুত ও নিরাপদে হাসপাতালে পৌঁছনোর জন্য মেট্রো রেলকেই বেছে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি মেট্রো কর্তৃপক্ষকে জানানো পর দ্রুত চলে আসে যাবতীয় সাহায্যের প্রতিশ্রুতি। শেষ পর্যন্ত মেট্রোর একটি প্রান্তিক কোচে কয়েকজন ডাক্তার ও নার্সের তত্ত্বাবধানে ওই লিভারটি পৌঁছে দেওয়া হয় হাসপাতালে। সময়মতো ওই লিভার প্রতিস্থাপন করা হয় রোগীর শরীরে। সফল অস্ত্রোরপচারের পর আপাতত ভালোই আছেন ওই মুমূর্ষু রোগী। তাঁকে হাসপাতের আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে