রাস্তা দেখে চোখে জল আসবে। চোখে না দেখলে বোঝা বড় দায়। চারদিকে কেবল কাদা। আর সেই রাস্তা দিয়েই রোজই হাজার হাজার মানুষ যাতায়াত করেন। তারই মধ্যে একটি ঘটনা সামনে আসাতে বেশ সাড়া ফেলেছে। এই বেহাল রাস্তা দিয়েই একজন গর্ভবতী মহিলাকে আ্যাম্বুলান্সে করে হাসপাতালে নিয়ে যেতে গিয়ে সমস্যায় পড়লেন পরিবারের লোকজন। শেষপর্যন্ত প্রসববেদনাগ্রস্ত ওই গর্ভবতী মহিলাকে বাঁশের ঝোলায় পায়ে হেঁটে 10 কিলোমিটার নিয়ে যাওয়া হল। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে।