স্কুলের Table র ওপর হাফ প্যান্ট আর টিশার্ট পরে বহাল তবিয়তে পা তুলে বসে রয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। দেখে মনে হচ্ছে পাড়ার রকে বসে আড্ডা দিচ্ছে। স্কুলের প্রধান শিক্ষকের কী অবস্থা একবার ভাবুন। দেখে কেউ বলবে যে তিনি কোনও স্কুলের প্রধান শিক্ষক। সুস্থ্য মানুষ হলে হয়তো এমনটা করতেন না। গলা অব্দি গিলে এই অবস্থায় প্রায় দিনই স্কুলে আসেন। আর টেবিলে পা তুলে ক্লাস না করিয়ে এইভাবে বনাকি টাইম পাস করেন। এই ঘটনা সামনে আসতেই রেগে লাল অভিভাবকরা। তাঁরা সকলেই ওই শিক্ষকের বিরুদ্ধে সরব হয়েছেন। কেউ ওই শিক্ষককে স্কুলে চান না। এক ঝলকে দেখুন সেই প্রধান শিক্ষকের দেমাগ।