খামারের দিকে হাঁটতে বেড়িছিলেন মহিলা। আর সেই সময় এক ব্যক্তি এসে তাঁকে জাতপাতের নামে অকথ্য ভাষায় গালিগালাচ করেন. এরপর সেখান থেকে গাড়িতে করে পালান। কিন্তু মহিলাও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। তিনিও ওই ব্যক্তির পিছু ধাওয়া করে গাড়ি থামিয়ে ওই ব্যক্তিকে সকলের সামনে কলাপ ধরে বেধরক মারেন। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পরে যায়। মহিলার সাহসের কথা একবার ভাবুন। এক ঝলকে দেখুন রোমিও স্টাইলে মহিলার কীর্তি।