সবাই এখন ৫জি (5G) নিয়ে পড়ে রয়েছেন বললে ভুল বলা হবে না। সবাই অপেক্ষায় কবে ৫জি (5G) চালু করে দেওয়া হবে।
৫জি (5G)নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। দ্য হিন্দু বিজনেস লাইন পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, খুব শিগগিরি ৫জি (5G) চালু করে দেওয়া হবে। আর বেশি সময় অপেক্ষা করতে হবে না। এমনই জানিয়েছেন এক সরকারি আধিকারিক।
ওই রিপোর্টে বলা হয়েছে, বেশ কয়েকটি বড় বড় সংস্থা ৫জি (5G) হার্ডঅয়্যার নিয়ে কাজ করছে। এদের মধ্যে রয়েছে এরিকসন, নোকিয়া, স্যামসং এবং কোয়ালকম। এর পাশাপাশি হুয়েই এবং জেডটিই-এর ব্যাপারে তাঁর কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল। তখন তিনি জানান, বেশ কয়েকটি সংস্থা দুনিয়ায় ৫জি (5G) নিয়ে কাজ করছে। এর মধ্যে লোকাল প্লেয়াররাও রয়েছে।
দ্য ইকনমিক টাইমস-এ এক খবর প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২২ সালের প্রথম ত্রৈমাসিকে ৫জি (5G)-র নিলাম হতে পারে। অন্যদিকে, বিজনেস লাইন-এর নতুন এক রিপোর্টে বলা হয়েছে, ৫জি (5G)-র নিলাম হতে পারে চলতি বছরেই। এই বছরের শেষে তা করা হতে পারে।
সেখানে বলা হয়েছে, দেশের ৭৫তম স্বাধীনতা দিবসে এই পরিষেবার ব্যাপারে ঘোষণা করা হতে পারে। মানে ২০২২ সালের ১৫ অগস্টে দেশে ৫জি (5G) পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
৫জি (5G) প্রযুক্তি নিয়ে জিও ইনটেলের সঙ্গে কাজ করছে। নেটওয়ার্কিং নিয়ে তারা কাজ করছে। ৫জি (5G) পরিষেবা চালু হলে এই সমঝোতা কী করে লাভ দেয়, তা দেখার অপেক্ষায় সকলে। সম্প্রতি দেশে বেশ কয়েকটি টেলিকম সংস্থা ৫জি (5G) পরীক্ষা করার অনুমতি পেয়েছে। এর মধ্যে রয়েছে জিও-ও। এই অনুমতি দিয়েছিল কেন্দ্রীয় সরকারের টেলিকমিউনিকেশন মন্ত্রক। জিও মুম্বইয়ে ৫জি নিয়ে পরীক্ষা শুরু করেছে। জানা গিয়েছে, সেই কাজের জন্য যে হার্ডঅয়্যার তৈরি করা হয়েছে, তা তৈরি এখানেই। এই পরীক্ষানিরীক্ষার কাজ খুব তাড়াতাড়ি অন্য শহরেও চালু করে দেওয়া হবে।