Advertisement

টেক

ফোনে আসা জরুরি নোটিফিকেশন ডিলিট হয়েছে? এই ভাবে রিকভার করুন...

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 17 Aug 2021,
  • Updated 3:57 PM IST
  • 1/6

স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে নোটিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন অ্যাপ কিংবা কোনও সার্ভিস ওয়েবসাইট থেকে সংশ্লিষ্ট নোটিফিকেশন আসে। তবে জরুরি নোটিফিকেশনের থেকে দিনভর অপ্রয়োজনীয় নোটিফিকেশনই বেশি থাকে। ফলে বেশিরভাগ গ্রাহক অনেক নোটিফিকেশন জমে গেলে তা মুছে দেন। কিন্তু এরই মাঝে জরুরি কোনও নোটিফিকেশন এলে তা ব্যবহারকারীর অজান্তে মুছে যায়। 
 

  • 2/6

অ্যান্ড্রয়েড ফোনে নোটিফিকেশ এখন সংরক্ষিত রাখে। ফলে ব্যবহারকারী চাইলেন সেই নোটিফিকেশন খুঁজে বার করতে সক্ষম হবেন। জেনে নিন সেই সহজ উপায়।
 

  • 3/6

মোবাইলে পুরনো নোটিফিকেশন খুঁজে বের কথা অত্যন্ত সহজ একটি প্রক্রিয়া। এর মাধ্যমে কোনও ব্যবহারকারী ভুল করে ডিলিট করা নোটিফিকেশন কিংবা হারিয়ে ফেল নোটিফিকেশন খুঁজে বার করতে পারবেন।

  • 4/6

এর জন্য প্রথমে মোবাইলের হোম স্ক্রিনে ক্লিক করতে হবে। তারপরেই widget অপশন আসবে। সেখানে থেকে সেটিংস উইজেটটি  হোম স্ক্রিনে আনতে হবে। এরপরেই একটি সেটিংস বার খুলবে। সেখানেই নোটিফিকেশন লগ বলে অপশনটি পাওয়া যাবে। ওই অপশনে ক্লিক করেই নোটিফিকেশন গুলি দেখা যাবে।

  • 5/6

তবে এই অপশন যদি কাজ না করে, তাহলে আরেকটি উপায় রয়েছে। বেশ কিছু থার্ড পার্টির অ্যাপ রয়েছে। এর সাহায্যে কোনও ব্যবহারকারী তাঁর ফোনে পুরনো নোটিফিকেশনগুলি খুঁজে বার করতে পারবেন।
 

  • 6/6

এই ধরনের অ্যাপগুলি ডাউনলোড করার পরে প্রয়োজনীয় সেটিংসের অনুমতিগুলি দিতে হয়। তারপরেই এই অ্যাপের মাধ্যমে ডিলিট হয়ে যাওয়া নোটিফিকেশনগুলি দেখতে পাওয়া যায়।
 

Advertisement
Advertisement